ভিওয়ান্ডি: টানা বৃষ্টির জেরে মহারাষ্ট্রের ভিওয়ান্ডিতে ভেঙে পড়ল একটি দোতলা বাড়ি। ঘটনাটি ঘটেছে ভিওয়ান্ডির হনুমান টেকরি এলাকায়। ভাঙা বাড়ির তলায় বহুজনের আটকে পড়ার আশঙ্কা রয়েছে, খবর এএনআই সূত্রে।


উদ্ধারকাজে নেমে পড়েছে দমকলবাহিনী ও উদ্ধারকারী দল। স্থানীয় বাসিন্দারাও উদ্ধারের কাজে হাত লাগিয়েছে বলে জানা গিয়েছে।

 



সূত্রের খবর, কয়েকদিন আগেই পুরসভার তরফে বাড়িটি বিপজ্জনক বলা হয়েছিল। কেন্দ্রীয় দুর্যোগ মোকাবিলার একটি দল, অসামরিক প্রতিরক্ষা বাহিনী, হোম গার্ড এবং দমকালবাহিনী যৌথ তৎপরতায় উদ্ধারকাজ শুরু করেছে।



আজ সকাল ৬টা বেজে ৪৫ মিনিট নাগাদ বাড়িটি ভেঙে পড়ে। গত কয়েকদিন ধরেই মুম্বই ও তার পার্শ্ববর্তী এলাকায় ভারী বৃষ্টি চলছে, এর জেরেই দুর্ঘটনা বলে মনে করা হচ্ছে। পুরসভার তরফে বাড়িটি বিপজ্জনক বলা সত্ত্বেও ওই বাড়ির কয়েকজন বাসিন্দা অন্যত্র সরে যেতে রাজি হননি, দাবি স্থানীয় বাসিন্দাদের।