নয়াদিল্লি:  ভোপাল এনকাউন্টারে ৮ সিমি জঙ্গি নিকেশকাণ্ডে ভিডিওয়ে উদ্ধার নয়া তথ্য। গুলি চালানোর আগে জঙ্গিদের সঙ্গে কথা বলেছিল পুলিশ। আত্মসমর্পণে বাধ্য না করে কেন চালানো হল গুলি? এনিয়ে উঠছে প্রশ্ন। জেল কর্তৃপক্ষের ভূমিকা নিয়েও প্রশ্ন।

সূত্রের খবর, জেলের সমস্ত সিসিটিভি ক্যামেরা খারাপ ছিল। নির্দিষ্ট সংখ্যার চেয়ে কম ছিল প্রহরীর সংখ্যাও। ৭০ জনের জায়গায় ছিলেন ৪০ জন। বাকিরা ছিলেন দিওয়ালির ছুটিতে। তদন্তে প্রকাশ তথ্য।

জেলের সমস্ত তালার চাবি ছিল জেলারের কাছে। যথেষ্ট ছিল না নিরাপত্তা। টুথব্রাশ দিয়ে তালা খোলার উপযোগী চাবি তৈরি করে নিয়েছিল জঙ্গিরা। খবর সূত্রের। মৃত জঙ্গিদের কাছ থেকে অন্তত চারটি ওয়ান শটার উদ্ধার হয়েছে। কী করে পৌঁছল অস্ত্র? মিলছে না উত্তর। জঙ্গিদের জন্য জেলে নিযুক্ত এসএএফ জওয়ানরা ঘুমোচ্ছিলেন বলে অভিযোগ। শিবরাজ সরকারের অস্বস্তি বাড়িয়ে ভোপাল এনকাউন্টারকাণ্ডে রিপোর্ট চাইল রাজ্য মানবাধিকার কমিশন। জবাব দিতে হবে পুলিশকেও। সময়সীমা ১৫ দিন।