ভোপাল:  টাকা তছরুপের অভিযোগে অভিযুক্ত ভারতীয় জনতা দলের নেতা সুশীল ভাসওয়ানির ভোপালের বাড়ি এবং অফিসে আজ আয়কর আধিকারিকরা হানা দেয়। আজকের তল্লাশি অভিযানের সময় ১২ জন আয়কর আধিকারিকের একটি দল নেতার বাড়িতে উপস্থিত ছিলেন। মঙ্গলবার সকাল সাতটা নাগাদ ওই নেতার বাড়ি, দফতর ও ভোপালের হোটেলে তল্লাশি অভিযান চালায় আয়কর আধিকারিকরা।

সুশীল ভাসওয়ানির বিরুদ্ধে আয়ের সঙ্গে সঙ্গতিহীন সম্পত্তি থাকার অভিযোগ উঠেছে। এছাড়াও তাঁর বিরুদ্ধে টাকা তছরুপেরও অভিযোগ তোলা হয়েছে। ভাসওয়ানি, একটি সমবায় ব্যাঙ্কের সভাপতি পদে ছিলেন। এবং গত ৮ নভেম্বর কেন্দ্রের নোট বাতিলের সিদ্ধান্ত ঘোষণার কয়েক মাস আগে বিশাল একর জমি কেনেন এই বিজেপি নেতা।

প্রসঙ্গত, গত ৮ নভেম্বর নোট বাতিলের সিদ্ধান্ত ঘোষণার আগে দেশের বিভিন্ন প্রান্তে কালো টাকা উদ্ধারে তল্লাশি অভিযান চালায় আয়কর আধিকারিকরা। বিশাল অঙ্কের টাকা উদ্ধার হয়েছে এই তল্লাশি অভিযানগুলো থেকে।