ভোপাল: হেলমেট ছাড়া বাইক চালানোর জন্য জরিমানা দিতে হল ভোপালের সাংসদ অলোক সঞ্জারকে। কৃতকর্মের জন্য ক্ষমাও চেয়ে নেন তিনি।
গত সোমবার, ওমকেশ্বরে আদি শঙ্করাচার্যর ১০৮-ফুটের মূর্তি তৈরির জন্য ধাতু সংগ্রহের লক্ষ্যে রাজ্যজুড়ে ‘একাত্ম যাত্রা’-য় অংশগ্রহণ করছিলেন অলোক। মধ্য ভোপালের বিধায়ক সুরেন্দ্র নাথ সিংহকে সঙ্গে নিয়ে তিনি বাইকে চড়ে যাচ্ছিলেন। অথচ, দুজনের কারও মাথায় হেলমেট ছিল না।
এক ব্যক্তি সেই ছবি তুলে সোশ্যাল সাইটের মাধ্যমে পুলিশের কাছে পাঠিয়ে দেয়। ছবির ভিত্তিতে ব্যবস্থা নেয় পুলিশ। এরপরই, ২৫০ টাকা জরিমানা ভরেন অলোক। টুইটে তিনি কথা দেন, ভবিষ্যতে এমন কাণ্ড করবেন না।
https://twitter.com/aloksanjar/status/953178934354493440
তিনি বলেন, ট্রাফিক পুলিশ অফিসারের কাছ থেকে তাঁর কাছে ফোন আসে। সেখানে বলা হয়, কেউ একজন অভিযোগ করেছেন। সময় নষ্ট না করে আমি পুলিশের দফতরে গিয়ে জরিমানা দিই।
সাংসদের দাবি, তিনি যে গাড়ি করে যাচ্ছিলেন, তা রাস্তার মাঝে খারাপ হয়ে যায়। তাই, তাড়াহুড়ো করে হেলমেট ছাড়াই বাইকে চড়ে বসেন।