বারাণসী: পড়ুয়াদের বিক্ষোভ ঘিরে ধুন্ধুমার বেনারস হিন্দু বিশ্ববিদ্যালয় (বিএইচইউ) চত্বরে। বিক্ষোভকারী ছাত্রীদের হঠাতে মাঝরাতে লাঠি চালাল পুলিশ। বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রীর শ্লীলতাহানির প্রতিবাদে গত তিনদিন ধরে বিক্ষোভ চলছিল। গতকাল রাত এগারোটা নাগাদ উপাচার্যর বাসভবনের সামনে বিক্ষোভকারী ছাত্রীদের ওপর পুলিশ লাঠি চালায় বলে অভিযোগ। বিশ্ববিদ্যালয়ের মেন গেটে অবস্থানরত ছাত্রীদের জোর করে সরিয়ে দেয় পুলিশ। জানা গেছে, বিক্ষোভকারীরা উপাচার্যর বাসভবনে ঢোকার চেষ্টা করলে সেখানে মোতায়েন নিরাপত্তা রক্ষীরা তাঁদের আটকানোর চেষ্টা করে। বাধা পেয়ে ক্ষুব্ধ হয়ে ওঠেন ছাত্রীরা। তাঁদের সঙ্গে পুলিশের বচসা, ধাক্কাধাক্কি শুরু হয়ে যায়। পুলিশকে লক্ষ্য করে পাথর ছোঁড়া হয় বলে অভিযোগ। এরপর পুলিশ বলপ্রয়োগ করে এবং বিক্ষোভকারীদের হঠাতে লাঠি চালায়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে টিয়ার গ্যাসের শেল ফাটায় পুলিশ। এমনকী শূন্যে গুলিও চালানো হয় বলে অভিযোগ।
ঘটনায় বেশ কয়েকজন পড়ুয়া জখম হয়েছেন।
পড়ুয়াদের অভিযোগ, পুলিশ তাঁদের মারধর করেছে, চুলের মুঠি ধরে টেনে নিয়ে গিয়েছে। বারাণসীর জেলা শাসক এই অভিযোগ অবশ্য খারিজ করে দিয়েছেন। তিনি ঘটনাস্থলে ছিলেন।
ক্যাম্পাসের বাইরে প্রথম বর্ষের এক ছাত্রীকে গত বৃহস্পতিবার তিন বাইক আরোহী শ্লীলতাহানি করে বলে অভিযোগ। ওই ছাত্রী বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে অভিযোগ করেন। কিন্তু প্রশাসন কোনও ব্যবস্থা নেওয়ার পরিবর্তে অসময়ে হোস্টেলের বাইরে থাকা নিয়ে প্রশ্ন তোলে বলে অভিযোগ। এই ঘটনার পর গত শুক্রবার থেকে বিক্ষোভ দেখাচ্ছিলেন পড়ুয়ারা। ক্যাম্পাসে ঢোকার প্রধান প্রবেশ পথ ঘিরে বিক্ষোভ দেখাচ্ছিলেন পড়ুয়ারা।
পড়ুয়াদের বিক্ষোভ হঠাতে লাঠি চালাল পুলিশ, মাঝরাতে উত্তপ্ত বিএইচইউ ক্যাম্পাস
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
24 Sep 2017 08:41 AM (IST)
দেশ (nation) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -