বিতর্কের মধ্যেই অনির্দিষ্টকালের ছুটিতে বেনারস হিন্দু বিশ্ববিদ্যালয়ের উপাচার্য
Web Desk, ABP Ananda
Updated at:
02 Oct 2017 08:50 PM (IST)
বারানসী ও নয়াদিল্লি: ৩০ নভেম্বর অবসর নেওয়ার কথা, কিন্তু তার আগেই ব্যক্তিগত কারণ দেখিয়ে অনির্দিষ্টকালের জন্য ছুটিতে চলে গেলেন বেনারস হিন্দু বিশ্ববিদ্যালয়ের উপাচার্য গিরীশ চন্দ্র ত্রিপাঠি।
ছাত্রীর শ্লীলতাহানি, হেনস্থার অভিযোগ ঘিরে পড়ুয়াদের বিক্ষোভ ও তাদের ওপর পুলিশের লাঠিচালনার ঘটনায় সম্প্রতি অগ্নিগর্ভ হয়ে ওঠে ওই বিশ্ববিদ্যালয়। সামগ্রিক পরিস্থিতি উপাচার্য যেভাবে সামলেছেন, তাতে কেন্দ্রীয় সরকার খুশি নয় বলে জানা গিয়েছে মানবসম্পদ উন্নয়ন মন্ত্রক সূত্রে। এই প্রেক্ষাপটেই মেয়াদ শেষ হওয়ার আগেই এই পদক্ষেপ উপাচার্যের।
শ্লীলতাহানির অভিযোগ তুলে ছাত্রীরা তাঁর সঙ্গে দেখা করতে চেয়েছিলেন। উপাচার্যের বাসভবন চলে গিয়েছিলেন তাঁরা। কিন্তু তাঁর সঙ্গে দেখা করতে দেওয়া হয়নি। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ পুলিশ ডাকে। পুলিশ এসে লাঠিচার্জ করলে বেশ কয়েকজন ছাত্রী জখম হয়।
নানা মহলের সমালোচনার মুখে উপাচার্য হুমকি দিয়েছিলেন, তাঁকে ছুটিতে যেতে বলা হলে তিনি ইস্তফা দেবেন।
দেশ (nation) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -