বেনারস হিন্দু বিশ্ববিদ্যালয়ে লাঠিচালনা: আদিত্যনাথকে ব্যবস্থা নিতে বলেছেন মোদী, অমিত শাহ, উচ্চ পর্যায়ের তদন্ত হবে, পুলিশ-প্রশাসনে রদবদল
Web Desk, ABP Ananda
Updated at:
25 Sep 2017 07:56 PM (IST)
নয়াদিল্লি: বেনারস হিন্দু বিশ্ববিদ্যালয়ের (বিএইচইউ) পড়ুয়াদের ওপর শনিবারের লাঠিচালনার ঘটনাকে 'দুর্ভাগ্যজনক' আখ্যা দিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও বিজেপি সভাপতি অমিত শাহ উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের সঙ্গে এ নিয়ে কথা বলেছেন, তাঁকে অবিলম্বে সমস্যার সমাধানের নির্দেশ দিয়েছেন বলে জানালেন কেন্দ্রীয় মন্ত্রী নিতিন গড়করী।
লাঠিচালনার ঘটনায় যত দুঃখ প্রকাশই করা হোক না কেন, তা যথেষ্ট নয় বলে মন্তব্য করেন তিনি।
এক ছাত্রীকে যৌন হেনস্থার অভিযোগ তুলে প্রতিবাদ জানাতে উপাচার্যের বাড়িতে তাঁর সঙ্গে দেখা করতে গেলে পড়ুয়াদের ওপর লাঠি চালানো হয় বলে দাবি। বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তারক্ষীরা পড়ুয়াদের আটকে পুলিশকে খবর দেন।
বিশ্ববিদ্যালয়ের এক মুখপাত্রের দাবি, জোর করে উপাচার্যের বাসভবনে ঢুকতে গেলে পড়ুয়াদের বাধা দেয় নিরাপত্তারক্ষীরা।
লাঠির ঘায়ে দুজন মহিলা, দুজন সাংবাদিক সহ একাধিক পড়ুয়া জখম হন। বিরোধী শিবির লাঠিচালনার ব্যাপারে বিজেপিকে নিশানা করায় আজ তড়িঘড়ি বারাণসীর তিনজন অতিরিক্ত সিটি ম্যাজিস্ট্রেট ও দুজনে পুলিশ অফিসারকে লাঠিচালনার ব্যাপারে সরিয়ে দেওয়া হয়েছে।
এঁরা হলেন মনোজ কুমার সিংহ, সুশীল কুমার গৌন্ড ও জগদাম্মা প্রসাদ সিংহ। অপসারিত হয়েছেন ভেলুপুরের সার্কল অফিসার নিবেশ কাটিয়ারও। লঙ্কা থানার স্টেশন অফিসার রাজীব সিংহকে সরিয়ে পুলিশ লাইনসে পাঠানো হয়েছে।
উচ্চপর্যায়ের তদন্তেরও নির্দেশ দিয়েছে প্রশাসন। পাশাপাশি অজ্ঞাতপরিচয় পুলিশকর্মীদের বিরুদ্ধে এফআইআরও দায়ের করা হয়েছে। তবে হাজারের বেশি পড়ুয়ার বিরুদ্ধেও মামলা রুজু হয়েছে।
উপাচার্য এদিন গন্ডগোলের জন্য 'বহিরাগতরা' দায়ী বলে দাবি করেন।
এদিকে রাজ্যপাল রাম নায়েক এদিন লখনউয়ে লাঠিচালনাকে দুর্ভাগ্যজনক বলে জানিয়ে বলেন, মুখ্যসচিবের নেতৃত্বে কমিটি তৈরি হয়েছে। কমিটি খতিয়ে দেখবে সেদিন পুলিশের আচরণ কী ছিল, অন্যান্য বিষয়ও পরীক্ষা করবে। তাদের রিপোর্টের ভিত্তিতেই প্রয়োজনীয় পদক্ষেপ করা হবে।
গতকালই লাঠিচালনার ব্যাপারে ডিভিশনার কমিশনারকে বিস্তারিত রিপোর্ট দিতে বলেন মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ।
দেশ (nation) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -