তিরুঅনন্তপুরম: বাজারে নোট আকাল। তার মধ্যেই জাঁকজমকপূর্ণ বিবাহ অনুষ্ঠান।


এবার বিলাসবহুল আয়োজনের সাক্ষী থাকলেন কেরলবাসী। উপলক্ষ, এক হোটেল-ব্যবসায়ীর কন্যার বিয়ে। খবরে প্রকাশ, বার-হোটেল ব্যবসায়ী বিজু রমেশের কন্যা মেঘার সঙ্গে অজয়কৃষ্ণণের বিয়ে সম্পন্ন হয়।


জানা গিয়েছে, পাত্রের বাবা প্রবীণ কংগ্রেস নেতা তথা প্রাক্তন রাজস্ব মন্ত্রী আদূর প্রকাশ। অন্যদিকে, এই বিজু অতীতে ইউডিএফ সরকারের বিরুদ্ধে ঘুষ নেওয়ার অভিযোগ তুলেছিলেন।


মাত্র কয়েকদিন আগেই মেয়ের বিয়েতে এলাহি আয়োজন করে দেশজুড়ে আলোড়ন সৃষ্টি করেছিলেন কর্নাটকের খনি-ব্যবসায়ী তথা রাজ্যের প্রাক্তন মন্ত্রী জনার্দন রেড্ডি।


তার রেশ কাটতে না কাটতে ফের আরেকটি বিলাসবহুল বিয়ের সাক্ষী হতে হল দেশবাসীকে। হোটেল ব্যবসার পাশাপাশি রমেশের ইঞ্জিনিয়ারিং কলেজ, হোটেল ম্যানেজমেন্ট কলেজ এবং আবাসনের ব্যবসাও রয়েছে। জানা গিয়েছে, অজয়-মেধার বিয়েটা ছিমছামভাবে মন্দিরে হলেও, রাতের রিসেপশন পার্টিতে বিলাসিতার কোনও খামতি ছিল না।


বেনপালাবট্টমের কাছে একটি আট-একর জায়গার ওপর তৈরি করা হয়েছিল অক্ষরধাম মন্দিরের আদলে মণ্ডপ। গেট ছিল মহীশূর প্যালেসের আদলে। আমন্ত্রিতের সংখ্যা ছিল ১০ হাজারের বেশি। এঁদের মধ্যে বহু গণ্যমান্য ব্যক্তিও ছিলেন।


খানাপিনার জন্য ছিল শতাধিক পদ। খাবারের জায়গা এতটাই বড় ছিল যে, সেখানে একসঙ্গে প্রায় ৬ হাজার লোক সমাগম হলেও সমস্যা হবে না।


স্বাভাবিকভাবেই বিয়ের খরচ নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। এই প্রসঙ্গে, কংগ্রেস মুখপাত্র টম ভডক্কান জানান, তাঁর দল এই খরচের পরিপন্থী। তিনি বলেন, জাতীয় কংগ্রেস অনাড়ম্বর নীতি মেনে চলে। দলীয় নেতার ছেলের এই বিলাসবহুল বিয়ের প্রসঙ্গটি হাই কম্যান্ডের কাছে পৌঁছবে বলেই আশ্বাস দেন তিনি।