বেঙ্গালুরু: আসন্ন বিধানসভা ভোটের দিকে তাকিয়ে কর্নাটকে লিঙ্গায়ত সম্প্রদায়কে পৃথক ধর্মের স্বীকৃতি দেওয়ার কথা ঘোষণা করেছে ক্ষমতাসীন কংগ্রেস। দেখা যাচ্ছে, রাজনীতির এই পাশার চাল ঠিকঠাকই ফেলেছে তারা। আজ লিঙ্গায়তদের ২২০টি মঠের মঠাধীশ ঘোষণা করেছেন, বিধানসভা ভোটে তাঁদের সমর্থন যাবে কংগ্রেসের দিকে।
বিজেপি সভাপতি অমিত শাহ জানিয়ে দিয়েছেন, হিন্দু ধর্মকে বিভক্ত করে লিঙ্গায়তদের আলাদা ধর্মের স্বীকৃতি দেওয়ার দাবি তাঁরা মানবেন না। ফলে বিজেপির ওপর ক্ষুব্ধ ২২০টি লিঙ্গায়ত মঠের মঠাধীশ গতকাল বেঙ্গালুরুর বাসব ভবনে বৈঠকে মিলিত হন। জানিয়ে দেন, এবারের ভোটে তাঁদের সমর্থন কংগ্রেসের দিকে। এর ফলে কর্নাটক জিততে মরিয়া বিজেপির সমস্যা বাড়তে পারে, যদিও এর ফলে সাধারণ লিঙ্গায়ত সম্প্রদায় কংগ্রেসকেই যে ভোট দেবে তার নিশ্চয়তা নেই।
অল্পদিন আগে অমিত শাহ বীরশৈব সম্প্রদায়ের কয়েকজন সাধুসন্তের সঙ্গে বৈঠকে জানিয়ে দেন, যতদিন কেন্দ্রে বিজেপির সরকার রয়েছে, ততদিন কর্নাটকের কংগ্রেস সরকারের এই সিদ্ধান্ত কার্যকর করা হবে না।
তাঁর বয়ানে অসন্তুষ্ট চিত্রদুর্গার প্রসিদ্ধ মুরুগা মঠের মঠাধীশ মুরুগা রাজেন্দ্র স্বামী, বাসব পীঠের মঠাধীশ মাতা মহাদেবী, সুত্তুর মঠের মঠাধীশ সহ ২২০টি মঠের প্রধান বৈঠকের পর ঘোষণা করেন, অমিত শাহের বক্তব্যে তাঁরা আহত হয়েছেন, কেন্দ্রীয় সরকার এ ব্যাপারে কিছু জানানোর আগেই দলীয় সভাপতি জানিয়ে দিয়েছেন, বিজেপির অবস্থান কী। যেহেতু মুখ্যমন্ত্রী সিদ্দেরামাইয়া তাঁদের দাবি মেনে নিয়েছেন, অতএব এবারের ভোট কংগ্রেসকেই দেবেন তাঁরা।
কর্নাটক ভোটের আগে ঝটকা খেল বিজেপি, লিঙ্গায়তদের ২২০টি মঠ ঘোষণা করল, সমর্থন কংগ্রেসকে
ABP Ananda, Web Desk
Updated at:
08 Apr 2018 09:49 AM (IST)
দেশ (nation) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -