নয়াদিল্লি: বিহারের মুজফফরপুরের একটি সরকারি হোমে ১৬ জন তরুণীকে ধর্ষণ এবং এক সাত বছরের মেয়েকে খুন করে দেহ পুঁতে দেওয়ার অভিযোগ উঠল। আদালতের নির্দেশে পুলিশকর্মীরা ওই হোমে গিয়ে মেয়েটির দেহ উদ্ধারের জন্য মাটি খুঁড়ছেন। যদিও এখনও কিছু পাওয়া যায়নি বলে জানিয়েছেন মুজফফরপুরের এসএসপি হরপ্রীত কউর। তিনি আরও জানিয়েছেন, পুলিশ স্বাধীনভাবেই কাজ করছে। তাঁরা পুঙ্খানুপুঙ্খ তদন্ত করছেন।
যে হোমে মেয়েদের উপর এই নৃশংস অত্যাচারের অভিযোগ উঠেছে, সেটি পরিচালনা করে একটি স্বেচ্ছাসেবী সংস্থা। মাসখানেক আগে মুম্বইয়ের একটি সমাজবিজ্ঞান বিষয়ক সংস্থার অডিট রিপোর্টে এই ভয়ঙ্কর ঘটনার কথা জানা যায়। পুলিশকে ওই হোমেরই একটি মেয়ে জানিয়েছে, এক কর্মীর সঙ্গে মতানৈক্য হওয়াতেই ওই শিশুটিকে খুন করা হয়।
এই ঘটনার সঙ্গে বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমারের যোগ আছে বলে অভিযোগ করেছেন প্রাক্তন উপমুখ্যমন্ত্রী তেজস্বী যাদব। তাঁর দাবি, যে সংস্থা ওই হোম চালায়, সেটির মালিক নীতীশের ঘনিষ্ঠ। তিনি নির্বাচনে প্রচারও করেন।
বিহারে সরকারি হোমে ১৬ জন তরুণীকে ধর্ষণ, ৭ বছরের মেয়েকে খুন করে দেহ পুঁতে দেওয়ার অভিযোগ
Web Desk, ABP Ananda
Updated at:
23 Jul 2018 03:48 PM (IST)
দেশ (nation) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -