পটনা: বলিউড অভিনেতা সুশান্ত সিংহ রাজপুতের আত্মহত্যার ঘটনায় ভারতীয় দণ্ডবিধির ৩০৬, ১০৯, ৫০৪ ও ৫০৬ ধারায় কর্ণ জোহর, সঞ্জয়লীলা বনশালী ও একতা কপূর সহ আটজনের বিরুদ্ধে মামলা দায়ের করলেন এক আইনজীবী। বিহারের মুজফফরপুরে একটি আদালতে এই মামলা দায়ের করেছেন অ্যাডভোরেট সুধীর কুমার ওঝা। তাঁর অভিযোগপত্রে ওঝা বলেছেন, সুশান্ত সিংহ রাজপুতকে প্রায় সাতটি সিনেমা থেকে সরিয়ে দেওয়া হয় এবং তাঁর কয়েকটি সিনেমা মুক্তিও পায়নি। এমন একটা পরিস্থিতি তৈরি করা হয়, যার ফলে অভিনেতা চরম পদক্ষেপ নিতে বাধ্য হন।




মুজফফরপুরের এই অ্যাডভোকেট এর আগেও বিভিন্ন ইস্যুতে একাধিক সেলিব্রিটিকে আদালতে টেনে এনেছিলেন।
ওঝা ইতিহাসবিদ রামচন্দ্র গুহ, অভিনেত্রী কঙ্গনা সেনশর্মা, পরিচালক অপর্ণা সেন, শ্যাম বেনেগাল সহ ৪৫ জন সেলিব্রিটির বিরুদ্ধে মামলা দায়ের করেছিলেন। দেশে অসহিষ্ণুতার বাড়বাড়ন্ত নিয়ে আশঙ্কার কথা জানিয়ে প্রধানমন্ত্রীকে চিঠি লিখেছিলেন এই সেলিব্রিটিরা। এরই পরিপ্রেক্ষিতে তাঁদের বিরুদ্ধে মামলা দায়ের করেছিলেন ওঝা।
সচিন তেন্ডুলকরকে ভারতরত্ন প্রদানের সিদ্ধান্ত নিয়ে নিয়ে প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিংহকেও নিশানা করেছিলেন।
গত রবিবার মুম্বইয়ের বান্দ্রায় নিজের ফ্ল্যাটে সুশান্ত আত্মঘাতী হন। এই ঘটনায় স্তম্ভিত, হতচকিত, শোকবিহ্বল সারা দেশ। কী কারণে এই চরম সিদ্ধান্ত ৩৪ বছরের তারকা নিলেন, তা এখনও জানা যায়নি।
এরইমধ্যে এই মর্মান্তিক দুর্ঘটনা বলিউডে স্বজনপোষণ সংক্রান্ত বিতর্ক উস্কে দিয়েছে। সুশান্ত একাকীত্ব ও অবসাদে ভুগছিলেন বলে জানা গিয়েছে।