গোপালগঞ্জ: চোলাই মদ খেয়ে বিহারের ১২ জনের মৃত্যু। গ্রেফতার ১। ৫০ টি মদের বোতল বাজেয়াপ্ত করেছে পুলিশ।
বিহারের গোপালগঞ্জে হরখুয়া খাজুরবানি এলাকায় গতকাল রাতে চোলাই মদ খেয়ে মৃত্যু হয় ১২ জনের। সূত্রের খবর, মদ খাওয়ার পর থেকেই পেটে ব্যাথা শুরু হয়। সেই সঙ্গে শুরু হয় বমি। স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয় তাদের। সেখানেই মৃত্যু হয়। স্থানীয় এবং মৃতের পরিবারের লোকজনের অভিযোগ, বিষ মদ খেয়েই মৃত্যু হয়েছে। কিন্তু জেলা শাসক জানিয়েছেন, মৃত্যুর কারণ বিষ মদ নয়। ঘটনার তদন্তে গঠিত হয়েছে ৩ সদস্যের একটি দল।
পুলিশ জানিয়েছে, রক্তের নমুনা সংগ্রহ করা হয়েছে। পোস্টমর্টেমের পর মৃত্যুর আসল কারণ জানা যাবে।
উল্লেখ্য, গত এপ্রিল মাস থেকে বিহারে মদ্যপানের ওপর নিষেধাজ্ঞা জারি হয়েছে। শুধু মদ খাওয়াই নয়, বাড়িতে মদের বোতল পাওয়া গেলে হতে পারে জরিমানা ও জেল। কিন্তু তা সত্ত্বেও আড়ালে আবডালে চলছে মদের ব্যবসা।
পুলিশের এক আধিকারিক জানিয়েছেন, এখনও পর্যন্ত মদ্যপান নিষেধাজ্ঞা আইন লঙ্ঘনের অভিযোগে বিহারে ৪,৭০৭ জনকে গ্রেফতার করা হয়েছে। ৩,৭১৯ টি অভিযোগ দায়ের হয়েছে।