পটনা: বিহারে ছাড়পত্র পেল অভিন্ন পরিষেবা কর (জিএসটি) সংক্রান্ত সংবিধান সংশোধনী বিল। বিধান পরিষদে গৃহীত হওয়ার পর বিলটি পেশ হয়েছিল উচ্চকক্ষে। সেখানে বিলের ব্যাপারে ঐকমত্য তৈরি হয় জেডি (ইউ), আরজেডি, কংগ্রেস, বিজেপি সব দলের মধ্যেই। ফলে বিলটি পাস হতে কোনও সমস্যাই হয়নি। ধ্বনিভোটে সেটি অনুমোদিত হয়। বিলে আপত্তি তুলে ওয়াকআউট করেন সিপিআই (এমএল) বিধায়ক মেহবুব আলম। বিধানসভায় সিপিআই (এমএল)-এর ৩ জন এমএলএ আছেন। তবে এদিন একমাত্র হাজির ছিলেন মেহবুবই।
জিএসটি সংক্রান্ত ১২২-তম সংবিধান সংশোধনী বিলটি ইতিমধ্যেই লোকসভা, রাজ্যসভায় ছাড়পত্র পেয়েছে। তবে স্বাধীনতার পর দেশে কর ক্ষেত্রে সবচেয়ে বড় সংস্কার ঘটাতে আনা বিলটিকে এখন ২৯টির মধ্যে অন্তত ১৫টি বিধানসভার অনুমোদন পেতে হবে। সবার আগে অসম বিধানসভায় সেটি গৃহীত হয়েছে সম্প্রতি। অসম এখন বিজেপি শাসিত। বিহার-ই প্রথম অ-এনডিএ শাসিত রাজ্য যেখানে সেটি পাস হয়ে গেল।
কেন্দ্রীয় সরকার জিএসটি চালুর ক্ষেত্রে আগামী বছরের এপ্রিল মাসকে চূড়ান্ত সময়সীমা হিসাবে ধরেছে। এদিন জিএসটি-র পক্ষে জোর সওয়াল করে মুখ্যমন্ত্রী নীতীশকুমার দাবি করেন, এতে দারুণ সুফল মিলবে। বিহারের মতো রাজ্যের এতে লাভ হবে বলে জানান তিনি। বলেন, ২০০৬-২০০৭ সালে ইউপিএ জমানায় তত্কালীন কেন্দ্রীয় অর্থমন্ত্রী যখন প্রথম জিএসটি-র কথা বলেছিলেন, তখন থেকেই তিনি এর পক্ষে দাঁড়িয়েছেন।
এবার বিহারে ছাড়পত্র পেল জিএসটি সংক্রান্ত সংবিধান সংশোধনী বিল
Web Desk, ABP Ananda
Updated at:
16 Aug 2016 04:10 PM (IST)
দেশ (nation) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -