পটনা: বিহারের পটনায় করোনাভাইরাসের থাবা বীরচন্দ্র প্যাটেল রোডে বিজেপির রাজ্য সদর দফতরে। কোভিড আক্রান্ত হলেন কমপক্ষে ৭৫ জন বিজেপি নেতা ও কর্মী সদস্য।
জানা গেছে, গত সোমবার বিজেপি নেতা ও দলের রাজ্য সদর দফতরের কর্মী সহ মোট ১০০ জনের নমুনা সংগ্রহ করা হয়। মঙ্গলবার রিপোর্ট এলে দেখা যায় যে, ৭৫ জনের রিপোর্ট পজিটিভ এসেছে।
আক্রান্তদের মধ্যে রয়েছেন দলের সাধারণ সম্পাদক নগেন্দ্র ও রাজ্য সাধারণ সম্পাদক দেবেশ কুমার। এছাড়াও রয়েছেন দলের রাজ্য সহ সভাপতি রাধন মোহন শর্মা।
সংবাদমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী দলের রাজ্য সভাপতি সঞ্জয় জয়সওয়াল বলেছেন,মাত্র ২৪ টি নমুনা পজিটিভ এসেছে। এই রিপোর্টগুলি প্রাথমিক র্যাপিড টেস্টের। আমরা সার্বিক কিউটি-আরপিআরের ফলাফলের অপেক্ষা করছি। যাঁদের পরীক্ষার রিপোর্ট পজিটিভ এসেছে, তাঁদের কারুরই কোনও উপসর্গ নেই। তাঁরা বাড়িতে কোয়ারেন্টিনে রয়েছেন।
নেতা ও কর্মীদের রিপোর্ট পজিটিভ আসার পর জেলা প্রসাশন বিজেপি দফতর সিল করে দিয়েছে এবং এলাকাটি কনটেনমেন্ট জোন হিসেবে ঘোষণা করেছে। খুবই শীঘ্রই শুরু হচ্ছে স্যানিটাইজেশনের প্রক্রিয়া।
উল্লেখ্য, দলের বহু পদস্থ নেতাই সম্প্রতি বিহারের আগামী বিধানসভা নির্বাচনের পরিপ্রেক্ষিতে জেলায় জেলায় দৈনন্দিন ভিত্তি ভার্চুয়াল লিতে ব্যস্ত।
রাজ্য করোনাভাইরাস সংক্রমণের উর্ধ্বগতির পরিপ্রেক্ষিতে বিহার সরকার আগামী ১৬ জুলাই থেকে ৩১ জুলাই পর্যন্ত সম্পূর্ণ লকডাউন জারির সিদ্ধান্ত নিয়েছে।