পটনা: বিহারে গোষ্ঠী সংঘর্ষ এখনও অব্যাহত। নওয়াদা জেলায় দুই গোষ্ঠীর মধ্যে অশান্তির জেরে কয়েক রাউন্ড গুলি চালিয়েছে পুলিশ। পরিস্থিতি আপাতত নিয়ন্ত্রণে, তবে এলাকায় মোতায়েন রয়েছে বিশাল পুলিশ বাহিনী।
রামনবমীর পর থেকেই ভাগলপুর, ঔরঙ্গাবাদ, সমস্তিপুর, মুঙ্গের, নালন্দা ও নওয়াদায় অশান্তি চলছে। ফলে প্রশ্ন উঠেছে মুখ্যমন্ত্রী নীতীশ কুমারের সুশাসনের দাবির যৌক্তিকতা নিয়ে। সরকার অবশ্য বলেছে, সংঘর্ষের জন্য দায়ী কোনও অপরাধী পার পাবে না। কেন্দ্রীয় মন্ত্রী গিরিরাজ সিংহ আবার গোটা ঘটনার জন্য দোষী সাব্যস্ত করেছেন কংগ্রেস সভাপতি রাহুল গাঁধীকে। তাঁর দাবি, ভুলভাল বয়ান দিয়ে রাহুলই বিগড়ে দিচ্ছেন পরিস্থিতি।
নালন্দা ও সমস্তিপুর জেলায় গত ২ দিন ধরে গোষ্ঠী সংঘর্ষের জেরে বিজেপির ২ নেতা সহ ৫০ জনকে গ্রেফতার করা হয়েছে। নালন্দার ঘটনায় গ্রেফতার হয়েছে ৩৬ জন, তাদের মধ্যে ২ জন মহিলা। অশান্তির জেরে জখম হয়েছেন ২৪ জনের বেশি মানুষ, এঁদের মধ্যে পুলিশকর্মীও রয়েছেন।
মুঙ্গেরে অশান্তির জেরে ইট বৃষ্টি হয়েছে, চলেছে গুলি। এতে ৮-১০ জন আহত হয়েছেন।
ভাগলপুর ও ঔরঙ্গাবাদ জেলাতেও কিছুদিন ধরে অশান্ত পরিস্থিতি। ভাগলপুরের ঘটনায় পুলিশ কেন্দ্রীয় মন্ত্রী ও বিজেপি নেতা অশ্বিনী চৌবের ছেলে অর্জিত শাশ্বতর বিরুদ্ধে এফআইআর রুজু করেছে। যদিও তাঁকে এখনও গ্রেফতার করা হয়নি।
বিহারে নওয়াদায় গোষ্ঠী সংঘর্ষ, গুলি চালাল পুলিশ, গ্রেফতার বেশ কয়েকজন
ABP Ananda, Web Desk
Updated at:
30 Mar 2018 01:44 PM (IST)
দেশ (nation) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -