রাঁচি ও পটনা: আগামী ১২ মে তেজপ্রতাপ যাদবের বিয়ে। ছেলের বিয়েতে হাজির থাকতে আরজেডি প্রধান লালুপ্রসাদ যাদব পাঁচ দিনের প্যারোল পেলেন। পশুখাদ্য কেলেঙ্কারি মামলায় সাজাপ্রাপ্ত লালু বর্তমানে রাঁচির রাজেন্দ্র ইন্সস্টিটিউট অফ মেডিক্যাল সায়েন্সেসে ভর্তি রয়েছেন। ছেলের বিয়েতে হাজির থাকতে প্যারোলের আর্জি জানিয়েছিলেন বিহারের প্রাক্তন মুখ্যমন্ত্রী। জেলের সুপারের কাছে তিনি এই আবেদন করেছিলেন।
গত ১৮ এপ্রিল তেজপ্রতাপের বাগদান হয়। সেই অনুষ্ঠানে থাকতে পারেননি লালু। এই ঘটনায় পরিবারের লোকজন তাঁদের মর্মবেদনার খবর গোপন করেননি। তেজপ্রতাপ ট্যুইট করেছিলেন- মিস ইউ পাপা।
পশুখাদ্য কেলেঙ্কারি সংক্রান্ত তিনটি মামলায় রাঁচির সিবিআই আদালত গত বছরের ডিসেম্বরে লালুর সাজার ঘোষণা করেছিল। সেই থেকে লালু জেলে সাজার মেয়াদ কাটাচ্ছেন।
জামিনের জন্য লালু ঝাড়খণ্ড হাইকোর্টে আবেদন করেছিলেন। কিন্তু আইনজীবীদের ধর্মঘটের কারণে তাঁর আবেদনের ব্যাপারে শুনানি ১১ মে পর্যন্ত স্থগিত রাখা হয়।
আগামী শনিবার লালুর বড় ছেলে তেজপ্রতাপের বিয়ে। বিধায়ক চন্দ্রিকা যাদবের মেয়ে ঐশ্বর্য রায়ের সঙ্গে তেজের বিয়ে পটনার বিহার ভেটনারি কলেজ গ্রাউন্ডে হবে। চন্দ্রিকা যাদব বিহারের প্রাক্তন মুখ্যমন্ত্রী দরোগা প্রসাদ রায়ের ছেলে।
লালু তাঁর কারাবাস নিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও বিজেপি সভাপতির বিরুদ্ধে ষড়যন্ত্রের অভিযোগ করেছিলেন। কিন্তু ছেলের বিয়েতে নিমন্ত্রণের ক্ষেত্রে রাজনৈতিক মতপার্থক্যের কথা মাথায় রাখেনি লালুর পরিবার। জানা গেছে,কংগ্রেসের সনিয়া গাঁধী ও রাহুল গাঁধীর পাশাপাশি মোদী ও অমিত শাহকেও নিমন্ত্রণ জানানো হয়েছে।
লালুর ছোট মেয়ে রাজলক্ষ্মীর বিয়েতে এসেছিলেন মোদী। ২০১৫-র ২৬ ফেব্রুয়ারি দিল্লির অশোক হোটেলে বিয়ের অনুষ্ঠানে এসেছিলেন প্রধানমন্ত্রী।