নয়াদিল্লি: ২০১৯-র লোকসভা নির্বাচনে বিজেপির মোকাবিলার জন্য বিরোধী দলগুলির মধ্যে  তত্পরতা শুরু হয়েছে। কেন্দ্রের ক্ষমতাসীন দলের বিরুদ্ধে জোট বেঁধে লড়াইয়ের কথাও বিরোধী মহলে শোনা যাচ্ছে।জোটের প্রধানমন্ত্রী পদপ্রার্থী হিসেবে নীতীশ কুমারকে তুলে ধরার জল্পনাও চলছে। কিন্তু বিহারের মুখ্যমন্ত্রী তথা জেডি-ইউ-র জাতীয় প্রেসিডেন্ট নীতীশ কুমার সাফ জানিয়ে দিয়েছেন, আগামী সাধারণ নির্বাচনে তিনি প্রধানমন্ত্রী পদের দৌড়ে নেই। পটনায় নীতীশ বলেছেন, ‘আমার নাম অপ্রয়োজনীয়ভাবে টেনে আনা হচ্ছে। আমাদের দল খুবই ছোট। আমি বোকা নই..আমার দলের জাতীয় সভাপতি হওয়ার অর্থ এই নয় যে, জাতীয় রাজনীতিতে আগ্রহী’।

নীতীশ বলেছেন, তিনি মানুষের জন্য কাজ করায় বিশ্বাসী। সাংসদ, কেন্দ্রীয় মন্ত্রী ও বর্তমানে মুখ্যমন্ত্রী হিসেবে  সেই কাজই করে চলেছেন তিনি।

কোনও অ-বিজেপি জোটের নেতত্ব দেওয়ার ক্ষেত্রে তিনি সক্ষম কিনা, এই প্রশ্নের উত্তরে নীতীশ বলেছেন, প্রধানমন্ত্রী হওয়ার কোনও বাসনা বা সক্ষমতাও তাঁর নেই।

২০১৯-এ কে প্রধানমন্ত্রী পদপ্রার্থী হিসেবে উঠে আসবেন, তা এখনই বলা কঠিন বলেও মন্তব্য করেছেন নীতীশ।

একইসঙ্গে নীতীশের তাত্পর্য্যপূর্ণভাবে মন্তব্য করেছেন যে, যাঁকে প্রধানমন্ত্রী পদের যোগ্য হিসেবে মানুষ মনে করবে, তিনিই প্রধানমন্ত্রী হবেন। গত নির্বাচনে নরেন্দ্র মোদীর মধ্যে মানুষ সম্ভাবনা দেখেছিলেন। তাই তিনি প্রধানমন্ত্রী হয়েছেন। বছর পাঁচেক আগে তো প্রধানমন্ত্রী হওয়ার ক্ষেত্রে আলোচনার মধ্যেও ছিলেন না গুজরাতের তত্কালীন মুখ্যমন্ত্রী।