পটনা: বিহারে ঢাকঢোল পিটিয়ে মদ নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। কিন্তু এরইমধ্যে প্রজাতন্ত্র দিবসে জাতীয় পতাকা উত্তোলন করে ফেললেন এক মাতাল ডাক্তার। এই ঘটনা ঘিরে চাঞ্চল্য তৈরি হয়েছে। বিহারে মদ নিষিদ্ধ করার প্রচারের মধ্যেই এই ঘটনা একদিকে যেমন রাজ্য সরকারের দাবি সম্পর্কেও প্রশ্ন তুলে দিয়েছে, তেমনি এতে জাতীয় পতাকারও ‘অবমাননা’ করা হয়েছে। ঔরঙ্গাবাদ জেলার রফিগঞ্জের একটি স্বাস্থ্য কেন্দ্রে এদিন এক ডাক্তার মত্ত অবস্থায় জাতীয় পতাকা উত্তোলন করেন।
এই অভিযোগের পর ওই ডাক্তারকে গ্রেফতার করা হয়েছে। পুলিশ সূত্রের খবর, ইন্দরার গ্রামের অতিরিক্ত স্বাস্থ্যকেন্দ্রের পদস্থ চিকিত্সক ড. তালকেশ্বর সিংহ জাতীয় পতাকা উত্তোলনের সময় নেশাগ্রস্ত ছিলেন। স্থানীয় বাসিন্দারা সঙ্গে সঙ্গে এ ব্যাপারে থানায় খবর দেন। পুথু থানার  পুলিশ অফিসার অরবিন্দ কুমার জানিয়েছেন, খবর পেয়েই দ্রুত ওই চিকিত্সককে গ্রেফতার করা হয়। ওই চিকিত্সক সত্যিই নেশাগ্রস্ত অবস্থায় ছিলেন। মেডিক্যাল পরীক্ষার জন্য অভিযুক্তকে রফিগঞ্জ প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হয়।
পুলিশ জানিয়েছে, অভিযুক্ত মদ্যপানের কথা স্বীকার করেছেন। রাজ্যে নিষিদ্ধ হওয়া সত্ত্বেও ওই চিকিত্সক মদ কোথায় পেলেন, তা জানতে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ।