পটনা: বিহারে প্রথম দফা বিধানসভা ভোটের আগে প্রতিমা বিসর্জনকে কেন্দ্র করে রণক্ষেত্র মুঙ্গের। গুলি, ইটবৃষ্টি। একজনের মৃত্যু, বেশ কয়েকজন আহত। জোর করে মুঙ্গেরের বড়ি মহারানী দুর্গা প্রতিমার বিসর্জন দেওয়ার চেষ্টার অভিযোগ ঘিরে সংঘর্ষ। পুলিশের সঙ্গে সংঘর্ষ চলাকালীন গুলি, ব্যাপক ইটবৃষ্টি। একজনের মৃত্যু, বেশ কয়েকজন আহত। পুলিশের লাঠিচার্জেও কয়েকজন আহত।
প্রতিমা বিসর্জন ঘিরে পুলিশ ও স্থানীয়দের মধ্যে সংঘর্ষ এতটাই বেড়ে যায় যে, বেশ কয়েক রাউন্ড গুলি চলে। এতে একজনের মৃত্যু হয়। প্রায় ১২ জন জখম হন। একইসঙ্গে স্থানীয় থাকার দায়িত্বপ্রাপ্ত আধিকারিক সহ ৩ জওয়ান জখম হয়েছেন।
উল্লেখ্য, বিহারে বুধবার প্রথম দফার ভোটে মুঙ্গের জেলার জামালপুর, তারাপুর ও মুঙ্গের আসনের ভোটগ্রহণ। এ জন্যই প্রশাসন দ্রুত বিসর্জন করাতে চেয়েছিল বলে জানা গিয়েছে। ই সময় শাদিপুরের প্রতিমা বিসর্জনের শোভাযাত্রা ধীর গতিতে এগোচ্ছিল। এজন্য দীনদয়াল চকের কাছে পুলিশ পুজো কমিটিকে শোভাযাত্রা এগিয়ে নিয়ে যেতে বলে। এই নির্দেশে ক্ষুব্ধ হন বিসর্জনে অংশগ্রহণকারীরা। এরমধ্যে পরিস্থিতি ঘোরাল হয়ে ওঠে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ লাঠিচার্জ শুরু করে। পাল্টা অংশগ্রহণকারীরা ইঁট-পাথর ছুঁড়তে শুরু করে। এভাবে পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে গুলি চলে। এই ঘটনায় কোতওয়ালি থানার লোহাপট্টির বাসিন্দা ২২ বছরের অনুরাগ কুমারের ঘটনাস্থলেই মৃত্যু হয়। গুলিতে আরও সাতজন জখম হয় বলে জানা গিয়েছে। তাদের মধ্যে একজনকে আশঙ্কাজনক অবস্থায় ভাগলপুর হাসপাতালে পাঠানো হয়। অন্যদের চিকিৎসা সদর হাসপাতালেই চলছে।
মৃতের পরিবারের লোকজন ও স্থানীয়রা পুলিশের বিরুদ্ধে অভিযোগ করেছেন। তাঁদের অভিযোগ, প্রতিমা বিসর্জনের সময় পুলিশ তাড়া দিচ্ছিল। তা না করায় তাঁদের মারধর করা হয় ও গুলিও চালানো হয়। এতে একজনের মৃত্যু হয়।
ঘটনা সম্পর্কে এসপি লিপি সিংহ বলেছেন, প্রতিমা বিসর্জনের সময় দুষ্কৃতীরা হাঙ্গামা তৈরি করে। গুলিও এই দুষ্কৃতীরাই চালিয়েছে। এতে একজনের মৃত্যু হয়েছে। কয়েকজন জখম হয়েছে। এসপি জানিয়েছেন, কোতওয়ালি থানার দায়িত্বপ্রাপ্ত আধিকারিক সহ তিন জওয়ান জখম হয়েছেন। আপাতত পরিস্থিতি শান্তিপূর্ণ।
বিহার: বিসর্জন ঘিরে রণক্ষেত্র মুঙ্গের, গুলি, ইটবৃষ্টি, একজনের মৃত্যু
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
27 Oct 2020 10:06 PM (IST)
বিহারে প্রথম দফা বিধানসভা ভোটের আগে প্রতিমা বিসর্জনকে কেন্দ্র করে রণক্ষেত্র মুঙ্গের। গুলি, ইটবৃষ্টি। একজনের মৃত্যু, বেশ কয়েকজন আহত। জোর করে মুঙ্গেরের বড়ি মহারানী দুর্গা প্রতিমার বিসর্জন দেওয়ার চেষ্টার অভিযোগ ঘিরে সংঘর্ষ। পুলিশের সঙ্গে সংঘর্ষ চলাকালীন গুলি, ব্যাপক ইটবৃষ্টি। একজনের মৃত্যু, বেশ কয়েকজন আহত।
দেশ (nation) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -