পটনা: বিহার বিধানসভা নির্বাচনে বাজিমাৎ করল এনডিএ। ২৪৩ আসনের বিধানসভায় ১২৫ আসন পেয়ে পটনার কুর্সিতে ফের নীতীশ কুমারের নেতৃত্বাধীন এনডিএ। এবারের বিধানসভা ভোটে মাত্র একটি আসন নিয়েই সন্তুষ্ট থাকতে হল চিরাগ পায়োয়ানের লোক জনশক্তি পার্টিকে। রাজ্য বিধানসভা ভোটের ফলাফল সম্পর্কে প্রতিক্রিয়া চিরাগ দাবি করেছেন, প্রতি জেলায় তাঁর দল শক্তিশালী হয়েছে। এর সুফল পাওয়া যাবে ভবিষ্যতে। দলের প্রাপ্ত ভোটের পরিমাণ বেড়েছে। পাশাপাশি এনডিএ-র জয়ের কৃতিত্ব তিনি দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে।
চিরাগের ট্যুইট, বিহারের জনতা মাননীয় নরেন্দ্র মোদির ওপর আস্থা রেখেছেন। যে ফলাফল এসেছে, তার থেকে স্পষ্ট যে, বিজেপিকে নিয়ে আগ্রহী ভোটাররা। এটা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জয়।
অন্যদিকে, নিজের দল সম্পর্কে চিরাগ বলেছেন, সমস্ত এলজেপি প্রার্থীই কোনও জোট ছাড়াই একার শক্তিতে দারুণ লড়াই করেছেন। পার্টির ভোট শেয়ার বেড়েছে। এলজেপি এবার বিহার প্রথম, বিহারি প্রথম সংকল্প নিয়ে ভোটে লড়াই করেছিল। পার্টি সব জেলাতেই শক্তিশালী হয়েছে। এর সুফল দল পাবে ভবিষ্যতে।
উল্লেখ্য, এবারের বিধানসভা নির্বাচনের আগে বিহারে এনডিএ ছেড়ে বেরিয়ে এসেছিল এলজেপি। ভোটের প্রচারে নিজেকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির অনুগামী হিসেবে দাবি করে নিজের পালে হাওয়া টানার চেষ্টা করেছিলেন তিনি। নীতীশ কুমারের সঙ্গে আদর্শগত বিরোধিতার উল্লেখ করে জোট ছেড়ে বেরিয়ে একার শক্তিতে লড়াই করেছিল এলজেপি। জেডিইউ-র বিরুদ্ধে প্রার্থী দিলেও বিজেপির বিরুদ্ধে প্রার্থী দেয়নি চিরাগের দল। যে কয়েকটি আসনে বিজেপির সঙ্গে তাদের লড়াই হয়েছে, সেগুলিতে স্বাস্থ্যকর রাজনৈতিক প্রতিদ্বন্দ্বিতা বলে উল্লেখ করেন তিনি।
বিহারে এনডিএ-র সাফল্য প্রধানমন্ত্রী মোদির জয়, মন্তব্য চিরাগের
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
11 Nov 2020 08:37 AM (IST)
বিহার বিধানসভা নির্বাচনে বাজিমাৎ করল এনডিএ। ২৪৩ আসনের বিধানসভায় ১২৫ আসন পেয়ে পটনার কুর্সিতে ফের নীতীশ কুমারের নেতৃত্বাধীন এনডিএ। এবারের বিধানসভা ভোটে মাত্র একটি আসন নিয়েই সন্তুষ্ট থাকতে হল চিরাগ পায়োয়ানের লোক জনশক্তি পার্টিকে।
দেশ (nation) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -