Bihar Election Result: বিহার বিধানসভা নির্বাচনের ভোট গণনায় রুদ্ধশ্বাস লড়াই।এনডিএ-র থেকে ব্যবধান কমাল আরজেডি-নেতৃত্বাধীন জোট। সন্ধে সাতটার কিছু পরের ভোট গণনার প্রবনতা অনুযায়ী, বিজেপি-জেডিইউ-ভিআইপি ও এইচএএমের জোট সংখ্যাগরিষ্ঠতার জন্য প্রয়োজনীয় সংখ্যার থেকে পিছিয়ে গিয়েছে। এনডিএ ১২০ আসনে এগিয়ে। মহাজোট এগিয়ে ১১৫ আসনে। অন্যরা এগিয়ে আট আসনে।
ভোট গণনার প্রবণতা অনুযায়ী, একক বৃহত্তম দলের দৌড়ে বিজেপিকে টপকে এগিয়ে গিয়েছে আরজেডি। তারা এগিয়ে ৭৭ আসনে। বিজেপি এগিয়ে ৭৩ আসনে।
জেডিইউ ৩৯ আসনে এগিয়ে। বামেরা এগিয়ে ১৮ আসনে। কংগ্রেস ১৮ আসনে। এমআইএম পাঁচ আসনে এগিয়ে।
শেষ মুহূর্তে লড়াই আরও তীব্র, ম্যাজিক ফিগার থেকে দূরে এনডিএ, ব্যবধান কমাল আরজেডি-জোট
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
10 Nov 2020 07:26 PM (IST)
বিহার বিধানসভা নির্বাচনের ভোট গণনায় রুদ্ধশ্বাস লড়াই।এনডিএ-র থেকে ব্যবধান কমাল আরজেডি-নেতৃত্বাধীন জোট। সন্ধে সাতটার ভোট গণনার প্রবনতা অনুযায়ী, বিজেপি-জেডিইউ-ভিআইপি ও এইচএএমের জোট সংখ্যাগরিষ্ঠতার জন্য প্রয়োজনীয় সংখ্যার থেকে পিছিয়ে গিয়েছে।
দেশ (nation) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -