পটনা: বিহার বিধানসভা নির্বাচনের আগে আরজেডি-তে যোগ দিলেন শ্যাম রজক। একদিন আগেই তাঁকে নীতীশ সরকার থেকে বরখাস্ত করা হয়েছিল। এক সাংবাদিক বৈঠকে আরজেডি নেতা তেজস্বী প্রসাদ শ্যাম রজকের দলে যোগদানের কথা জানালেন। আরজেডি-তে যোগ দিয়ে নীতীশ কুমারের জেডিইউ-কে নিশানা করেছেন রজক। তাঁর অভিযোগ, দলীয় সংবিধান মানছে না জেডিইউ। দলের ৯৯ শতাংশ নেতাই নীতীশের ওপর অসন্তুষ্ট। কিন্তু তাঁরা কোনও সিদ্ধান্ত নিতে পারছেন না। অন্য নেতারা কী করবেন জানি না। কিন্তু আমি আরজেডি-তে যোগ দিচ্ছি।
ফুলওয়ারি বিধানসভা কেন্দ্রের বিধায়ক রজক নীতীশ সরকারের শিল্পমন্ত্রী ছিলেন। মুখ্যমন্ত্রীর নির্দেশে তাঁকে মন্ত্রিসভা থেকে সরিয়ে দেওয়া হয়। এর আগে রজকের প্রাথমিক সদস্যপদ খারিজ করে তাঁকে দল থেকে বহিষ্কার করা হয়েছিল। এরপর তাঁকে মন্ত্রিসভা থেকে সরিয়ে দেওয়া সংক্রান্ত নীতীশের সুপারিশ রাজভবনে আসে এবং রাজ্যপাল তা গ্রহণ করেন।
রজক বিহার রাজনীতির অন্যতম গুরুত্বপূর্ণ দলিত নেতা। বিহারে মোট ভোটারদের মধ্যে ১৬ শতাংশ দলিত। এক সময় রজক ছিলেন আরজেডি নেতা লালুপ্রসাদ যাদবের অত্যন্ত ঘনিষ্ঠ। তাঁর ও রামকৃপালের জুটি রাম-শ্যামের জুটি হিসেবে পরিচিত ছিল। যে দলেই থাকুন না কেন, ফুলওয়ারি থেকে ধারাবাহিকভাবে জয়ী হয়েছেন রজক। ১৯৯৫ থেকে টানা ২৫ বছরের বিধায়ক তিনি। ২০০৯-এর উপনির্বাচন বাদে লাগাতর ৬ বার বিধানসভা নির্বাচনে জয়ী হয়েছেন তিনি।
বিহারে বিধানসভা নির্বাচনের আগে আরজেডি-তে যোগ দিলেন বহিষ্কৃত জেডিইউ নেতা শ্যাম রজক
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
17 Aug 2020 03:02 PM (IST)
বিহার বিধানসভা নির্বাচনের আগে আরজেডি-তে যোগ দিলেন শ্যাম রজক। একদিন আগেই তাঁকে নীতীশ সরকার থেকে বরখাস্ত করা হয়েছিল। এক সাংবাদিক বৈঠকে আরজেডি নেতা তেজস্বী প্রসাদ শ্যাম রজকের দলে যোগদানের কথা জানালেন।
দেশ (nation) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -