নয়াদিল্লি: বিহার বিধানসভার ২৪৩ আসনের ফলাফলই ঘোষণা হয়েছে। হাড্ডাহাড্ডি লড়াইয়ে ১২৫ আসন পেয়ে আরজেডি-র নেতৃত্বাধীন জোটকে পিছনে ফেলে ফের পটনার কুর্সি দখল করেছে নীতীশ কুমারের নেতৃত্বাধীন এনডিএ। ভোটে আসাদউদ্দিন ওয়েইসির পার্টি এআইএমআইএম পাঁচ আসনে জয়ী হয়েছে। এ ব্যাপারে কংগ্রেসের প্রবীন নেতা দিগ্বিজয় সিহ ওয়েইসিকে নিশানা করেছেন। তিনি ট্যুইটে অভিযোগ করেছেন যে, ভোটে লড়ে আসলে বিজেপিকেই সাহায্য করেছে এআইএমআইএম।
ট্যুইটে দিগ্বিজয় লিখেছেন, বিহার বিধানসভা নির্বাচনে তেজস্বী যাদবের নেতৃত্বাধীন মহাজোটের সাফল্যের জন্য ধন্যবাদ। আরও একবার ওবেইসির এমআইএম ভোটে লড়ে লোকচক্ষুর আড়ালে বিজেপিকে সাহায্য করল। এখন দেখার সরকার গঠনে তারা বিজেপি-জেডিইউ সরকার গঠনে এনডিএ-র সঙ্গে সহযোগিতা করে, না মহাজোটের।


এর আগে ওয়েইসি বলেছিলেন, আরজেডি নেতৃত্বাধীন মহাজোটকে সমর্থন দেওয়ার বিষয়ে ফলাফল প্রকাশিত হওয়ার পরই নেওয়া হবে। তখনও ভোট গণনা চলছিল। সেই সময় সরকার গঠনে মহাজোটকে এমআইএমের সমর্থন সংক্রান্ত প্রশ্নের উত্তরে ওয়েইসি বলেছিলেন, একমাত্র ফলাফল ঘোষণার পরই এই প্রশ্নের উত্তর দেওয়া যেতে পারে।
হাড্ডাহাড্ডি লড়াইয়ে বিহার বিধানসভা ভোটে জয়ী এনডিএ। ২৪৩ আসনের ফল ঘোষণা করেছে নির্বাচন কমিশন। আরও একবার পটনার কুর্সিতে বসতে চলেছে নীতীশ কুমারের নেতৃত্বাধীন এনডিএ জোট। তবে শরিক জেডিইউ-র থেকেও বেশি আসনে জিতল বিজেপি। গতবারের মতো এবারও বিহারের একক বৃহত্তম দল লালুপ্রসাদের দল আরজেডি।

এনডিএ জিতেছে ১২৫ আসনে। ম্যাজিক ফিগার ১২২। আরজেডি-র নেতৃত্বাধীন মহাজোটকে থামতে হল ১১০ আসনে। এনডিএ-র মধ্যে বিজেপি ৭৪ আসনে জয়ী হয়েছে। জেডিইউ ৪৩, ভিআইপি ও এইচএএম চারটি করে আসনে জিতেছে।

মহাজোটের মধ্যে আরজেডি ৭৫, কংগ্রেস ১৯, বামেরা ১৬ আসন পেয়েছে।
অন্যান্যদের মধ্যে এআইএমআইএম ৫, বিএসপি ১, এলজেপি ১ ও নির্দল এক আসনে জয়ী।