বিহার: প্রথমে ধর্ষণের চেষ্টা, ব্যর্থ হওয়ায় বাড়ি গিয়ে কিশোরীকে গুলি! মঙ্গলবার বিহারের রোহতাস জেলার রামোধী গ্রামের এই ঘটনায় দুজনকে আটক করল পুলিশ। পুলিশ সূত্রে খবর, গত রবিবার ওই কিশোরীকে গণধর্ষণের চেষ্টা করে ৪ ব্যক্তি। পুলিশ আগেই তাদের গ্রেফতার করেছে।

পুলিশ অফিসার সাতবীর সিংহ জানান, ওই কিশোরী তার ঠাকুমার সঙ্গে শৌচকর্মের জন্য বাড়ি থেকে বেরিয়েছিল। তখন তাকে ধর্ষণের চেষ্টা করে ওই ৪ অভিযুক্ত। কিন্তু  সেইসময় ধর্ষণে ব্যর্থ হয় তারা। এরপর ওই কিশোরীর বাড়ি গিয়ে তাকে গুলি করে এক অজ্ঞাতপরিচয় ব্যক্তি। ঘাড়ে গুলি লাগে কিশোরীর। ধর্ষণে যুক্ত ব্যক্তিদের আগেই আটক করে পুলিশ। কিশোরীকে গুলি করার ঘটনায় আটক করা হয় আরও দুই সন্দেহভাজনকে।

রাজপুর থানায় মঙ্গলবার ঘটনার অভিযোগ দায়ের হয়েছে। পুলিশ জানিয়েছে ঘটনার তদন্ত চলছে।

আহত ওই কিশোরী আপাতত জামুহারের নারায়ণ মেডিকেল কলেজ ও হসপিটালে ভর্তি। হাসপাতাল সূত্রে খবর তার অবস্থা স্থিতিশীল।