সাংবাদিক খুনে সিবিআই তদন্তের সুপারিশ করবেন নীতীশ
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 16 May 2016 12:43 PM (IST)
পটনা: সিওয়ানে হিন্দি দৈনিকের ব্যুরো চিফ রাজদেও রঞ্জনের হত্যাকাণ্ডের তীব্র নিন্দা করে সিবিআই তদন্তের সুপারিশ করবেন বলে জানালেন নীতীশ কুমার। কয়েকদিন আগে রাজদেওকে সিওয়ানের বাজারে গুলি করে হত্যা করা হয়েছে। তাঁর পরিবার হত্যাকাণ্ডের সিবিআই তদন্ত চেয়েছে। একই দাবি বিজেপিরও। মুখ্যমন্ত্রী বলেন, আমরা জেনেছি, নিহতের পরিবার সিবিআই চান। আমরা তদন্তের দায়িত্ব সিবিআইকে দেওয়ার সিদ্ধান্ত নিতে চলেছি। কেন্দ্রকে এটা জানিয়ে দেওয়া হবে। তিনি এও বলেন, আমরা দ্রুত তদন্ত চাইব। দোষীরা কেউ ছাড়া পাবে না। সাংবাদিকের হত্যার প্রতিক্রিয়ায় নীতীশ বলেছেন, আমি উদ্বিগ্ন, শোকাহত। কোনও সাংবাদিক আক্রান্ত হলে সেটা আমার নিজের ওপর হামলা। সেভাবেই বিষয়টা দেখছি। সাংবাদিক হত্যাকে অস্ত্র করে বিরোধীরা রাজ্যে ‘জঙ্গল রাজ’ কায়েম হয়েছে, এহেন অভিযোগ তুললেও তা উড়িয়ে নীতীশের পাল্টা দাবি, রাজ্য পুলিশের ওপর তাঁর পুরো ভরসা আছে। তারা নিরপেক্ষ, অবাধ তদন্তই করছে। কিন্তু এমন একটা পরিস্থিতি তৈরি করা হয়েছে যাতে ওই সাংবাদিকের পরিবার সিবিআই তদন্ত চাইছেন। তিনি এও বলেন, বিহার আইনের শাসন মেনেই চলছে, চলবেও। এ ব্যাপারে কারও মনে সংশয় যেন না থাকে। নীতীশ রাজ্যের শক্তিশালী মদ ব্যবসায়ীদের লবির প্রসঙ্গও তোলেন।