পটনা: কদিন আগেই লখিসরাই আর দ্বারভাঙা জেলায় আগুনে পুড়ে ছজনের মৃত্যু হয়েছে। এ ধরনের ঘটনা রুখতে এবার আজব পন্থা নিল বিহার সরকার। সকাল ন'টা থেকে সন্ধে ছ'টা পর্যন্ত গ্রামগুলোয় রান্নাবান্না, পুজোআচ্চা বন্ধ রাখার নির্দেশ দিয়েছে তারা। নীতীশকুমার সরকারের বক্তব্য, গরম এখন প্রচণ্ড, এই সময়েই নানা দুর্ঘটনায় আগুনে পুড়ে প্রাণ হারান বহু মানুষ। তাই সকাল ন'টা থেকে সন্ধে ছ'টা পর্যন্ত পুজো আর রান্নার কাজ বন্ধ রাখার জন্য তারা গ্রামবাসীদের নির্দেশ করেছে। এমনকী এ সময়টা ক্ষেতে পড়ে থাকা বাতিল শস্যও পোড়ানো চলবে না কারণ প্রচণ্ড গরম অগ্নিকাণ্ডের কারণ হতে পারে। নির্দেশ না মানলে হতে পারে দু'বছর পর্যন্ত জেল। যদিও এই হুকুম মেনে চলা বাস্তবে কতটা সম্ভব তা নিয়ে প্রশ্ন উঠেছে বিভিন্ন মহলে।