মুজফফরপুর: বিহারের মুজফফরপুর জেলার মীনাপুরে বেপরোয়া গাড়ির ধাক্কায় ৯ স্কুলপড়ুয়ার মৃত্যুর ঘটনায় অভিযুক্ত বিজেপি নেতা মনোজ বৈঠা আত্মসমর্পণ করলেন। আজ সকালে তিনি আত্মসমর্পণ করেন। মুজফফরপুরের (পূর্ব) ডিএসপি গৌরব পাণ্ডে জানিয়েছেন, এই বিজেপি নেতাও শনিবারের দুর্ঘটনায় জখম হন। তাঁর চিকিৎসার জন্য পটনা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।


প্রত্যক্ষদর্শীদের বয়ান ও সিসিটিভি ফুটেজ দেখে জানা গিয়েছে, শনিবার ধরমপুর মিডল স্কুলের কাছে প্রথমে এক ৬৫ বছর বয়সি মহিলাকে ধাক্কা মারে মনোজের গাড়ি। এরপর দ্রুত সেখান থেকে পালাতে গিয়েই ৭৭ নম্বর জাতীয় সড়কে স্কুলপড়ুয়াদের ধাক্কা মারেন এই বিজেপি নেতা। স্কুল ছুটির পর পড়ুয়ারা রাস্তা পেরোচ্ছিল। তাদের ধাক্কা মারে বেপরোয়া গাড়িটি। মৃতদের প্রত্যেকেরই বয়স ৭ থেকে ১৩। অন্তত ১০ জন জখম হয়। মুজফফরপুর ও পটনার হাসপাতালে তাদের চিকিৎসা চলছে।

মনোজের বিরুদ্ধে বেপরোয়া গাড়ি চালানো, আঘাত করা, অনিচ্ছাকৃত খুনের অভিযোগে ভারতীয় দণ্ডবিধির ২৭৯, ৩০৮, ৩৩৭, ৩৩৮ ও ৩০৪ ধারায় মামলা দায়ের করা হয়েছে। গতকালই এই নেতাকে ৬ বছরের জন্য দল থেকে সাসপেন্ড করেছে বিজেপি। বিহারের বিজেপি সভাপতি নিত্যানন্দ রাইয়ের দাবি, মনোজ বিজেপি কর্মী ছিলেন। তবে জেলা বা রাজ্যস্তরে তিনি কোনও পদে ছিলেন না। বিরোধী আরজেডি ও কংগ্রেস অবশ্য মনোজকে গ্রেফতারের দাবি জানিয়ে আসছিল। শেষপর্যন্ত গ্রেফতারির বদলে আত্মসমর্পণই করলেন এই বিজেপি নেতা।