বাবার চাকরি হাতাতে, ভাড়াটে খুনি লাগিয়ে হত্যার ছক, গ্রেফতার ছেলে
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 27 Apr 2018 02:51 PM (IST)
প্রতীকী ছবি
পটনা: বিহার থেকে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ। তার বিরুদ্ধে অভিযোগ, রেলে বাবার মৃত্যুর পর চাকরি পেতে হিটম্যান ভাড়া করেছিল সে। পরিকল্পনা ছিল বাবাকে খুন করে চাকরিটা করায়ত্ত করা। এই ঘটনায় পবন কুমার নামে ওই ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ। পবনের বাবার এই বছর ৩০ এপ্রিলই অবসর নেওয়ার কথা। পুলিশ সূত্রে খবর, ভাড়াটে খুনি দিয়ে গত ২৪ এপ্রিল বাবা ওম প্রকাশ মণ্ডলকে গুলি করায় ছেলে। ঘটনায় জখম হন পবন কুমারের বাবা। তার অভিযোগের ভিত্তিতেই পুলিশ তদন্তে নেমে সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে আসল সত্যিটা জানতে পারে। ভাড়াটে খুনিকে দিয়ে কাজটা করাতে দু লক্ষ টাকা দিয়েছিল অভিযুক্ত ব্যক্তি। তারমধ্যে ২৫ হাজার টাকা সে ভাড়াটে খুনিকে দিয়েও দিয়েছিল।