পটনা: একক সংখ্যাগরিষ্ঠ দলের তকমা খোয়ালেও মুখ্যমন্ত্রী পদেই থেকে যাচ্ছেন নীতিশ কুমার। সোমবারই রেকর্ড চতুর্থবার বিহারের মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেবেন তিনি। তবে এনডিএ জোটের বর্তমান বড় শরিক বিজেপি-র আসন শক্তপোক্ত হচ্ছে বিহারের সরকার চালানোয়।
বিহারে এবার জোড়া উপমুখ্যমন্ত্রী পেতে চলেছে ভারতীয় জনতা পার্টি। যদিও সরকারিভাবে তা স্বীকার করা হয়নি। শোনা যাচ্ছে আগের উপমুখ্যমন্ত্রী সুশীল মোদি আর হয়তো এবারে দায়িত্ব পাচ্ছেন না। বিজেপির তারকিশোর প্রসাদ ও রেণু দেবী বিহারের নতুন দুই উপমুখ্যমন্ত্রী হচ্ছেন।
রবিবার পটনায় নীতীশ কুমারের বাসভবনে কেন্দ্রীয় প্রতিরক্ষামন্ত্রী তথা বিজেপি নেতা রাজনাথ সিংহের উপস্থিতিতে আলোচনায় বসেছিল এনডিএ জোট। যেখানে বিনা প্রতিদ্বন্দ্বিতাতেই নীতীশের মুখ্যমন্ত্রী পদে থাকার প্রস্তাব পাশ হয়। যে সভার আগে জেডিইউ ও বিজেপি নেতারা আলাদা করে নিজেদের মধ্যে আলোচনায় বসেছিলেন।
যে সভার পর নীতীশ কুমার জানিয়েছেন, সোমবার বিকেল সাড়ে ৪টেয় হবে শপথগ্রহণ অনুষ্ঠান। যদিও ধোঁয়াশা বজায় রেখে তাঁর সংযোজন, ক্যাবিনেট মন্ত্রী কারা হবেন তা এখনও নিশ্চিত হইনি। এবারে বিহারের বিধানসভা নির্বাচনে বিজেপি ৭৪ ও জেডিইউ ৪৩ আসনে জয় পেয়েছে। এনডিএ-র অপর প্রার্থীরা পান ৮টি আসন।
সোমবারই বিহারের মুখ্যমন্ত্রী পদে শপথ নীতীশের, জোড়া উপমুখ্যমন্ত্রী পাচ্ছে বিজেপি
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
15 Nov 2020 06:30 PM (IST)
বিহারে এবার জোড়া উপমুখ্যমন্ত্রী পেতে চলেছে ভারতীয় জনতা পার্টি। যদিও সরকারিভাবে তা স্বীকার করা হয়নি। শোনা যাচ্ছে আগের উপমুখ্যমন্ত্রী সুশীল মোদি আর হয়তো এবারে দায়িত্ব পাচ্ছেন না। বিজেপির তারকিশোর প্রসাদ ও রেণু দেবী বিহারের নতুন দুই উপমুখ্যমন্ত্রী হচ্ছেন।
দেশ (nation) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -