গয়া: বিহারের গয়ায় স্বামীর সামনেই স্ত্রী, কন্যার ধর্ষণের ঘটনা লজ্জাজনক রাজনৈতিক মোড় নিল। অভিযোগ, আরজেডি নেতারা ইচ্ছে করে নির্যাতিতাদের পরিচয় প্রকাশ্যে এনে দিয়েছেন। ঘটনার ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে গিয়েছে।
এই ঘটনায় লালুপ্রসাদ যাদবের দলের নেতাদের বিরুদ্ধে মামলা দায়ের হয়েছে। অভিযুক্তদের মধ্যে রয়েছেন প্রাক্তন সাংসদ আলোক মেহতা, আরজেডি মহিলা সেলের অধ্যক্ষ আভালতা, বেলাগঞ্জের বিধায়ক সুরেন্দ্রপ্রসাদ যাদব, আরজেডি জেলা অধ্যক্ষ নিজাম আলম, মহিলা আরজেডি জেলা অধ্যক্ষ সরস্বতী দেবী সহ ৬ জন। নির্যাতিতা ও তাঁদের পরিবারের পরিচয় প্রকাশ্যে আনার জন্য তাঁদের বিরুদ্ধে একাধিক ধারায় মামলা দায়ের হয়েছে। জানা গিয়েছে, ডাক্তারি পরীক্ষার জন্য কিশোরী মেয়েটিকে নিয়ে যাচ্ছিল পুলিশ। তখন আরজেডি নেতারা তাকে আটকে জোর করে তার সঙ্গে ছবি তুলতে থাকেন। প্রচণ্ড রেগে মেয়েটি তার মুখঢাকা কাপড়টি সরিয়ে ফেলে দেয়।
গয়া গণধর্ষণের ঘটনায় এখনও পর্যন্ত ২ জনকে গ্রেফতার করেছে পুলিশ। গয়ার কোঞ্চ থানা এলাকায় বুধবার রাতে এক ব্যক্তিকে বেঁধে রেখে তাঁর সামনে তাঁর ৫৫ বছর বয়সি স্ত্রী ও ১৫ বছরের মেয়েকে গণধর্ষণ করা হয় বলে অভিযোগ। পুলিশ জানিয়েছে, আন্তি থানা এলাকার বাসিন্দা ওই ব্যক্তি স্ত্রী ও মেয়েকে নিয়ে নিজের মোটরসাইকেলে করে বাড়ি ফিরছিলেন। পথে সোনডিরা গ্রামের পাশে ৮-১০ জন মোটরসাইকেল আটকে তাঁকে গাছের সঙ্গে বেঁধে ফেলে স্ত্রী ও মেয়ের ওপর নির্যাতন চালায়।
১৫ বছরের নির্যাতিতা কিশোরী অপরাধীদের ফাঁসির দাবি করেছে। অভিযোগকারিণীর বাবাও করেছেন একই দাবি।
বিহারে জোর করে ধর্ষিতার সঙ্গে ছবি তুললেন আরজেডি নেতারা, মামলা দায়ের
ABP Ananda, Web Desk
Updated at:
16 Jun 2018 12:27 PM (IST)
দেশ (nation) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -