পটনা: স্কুলে পড়ানোর পাশাপাশি এবার খোলা জায়গায় শৌচকর্ম থেকে লোকজনকে বিরত করতে উদ্যোগী হওয়ার নির্দেশ শিক্ষকদের। পাশাপাশি খোলা জায়গায় শৌচকর্ম করল সংশ্লিষ্ট ব্যক্তির ছবি তোলারও নির্দেশ দেওয়া হয়েছে। বিহারের কয়েকটি জেলায় কর্তৃপক্ষের শিক্ষকদের এই নির্দেশকে ঘিরে বিতর্ক দানা বেঁধেছে। ব্লকের শিক্ষা আধিকারিকদের নির্দেশ, সকালে ও সন্ধেয় শিক্ষকদের বিভিন্ন ওয়ার্ড ও পঞ্চায়েত এলাকায় ঘুরে লোকজনকে শৌচাগার ব্যবহারে উত্সাহিত করতে হবে। যারা খোলা জায়গায় শৌচকর্ম করবে, তাদের ছবি তুলে রাখারও নির্দেশ দেওয়া হয়েছে শিক্ষকদের।
এই নির্দেশে স্বাভাবিকভাবেই খুশি নন শিক্ষকরা। বিহার সেকেন্ডারি টিচার্স অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক শত্রুঘ্ন প্রসাদ সিংহ বলেছেন, শিক্ষকদের ওপর কাজের চাপ এমনিতেই বেশি। জনগনণা, ভোটার তালিকা তৈরির মতো কাজও শিক্ষকদের করতে হয়। খোলা জায়গায় শৌচকর্ম নিয়ে সাম্প্রতিক নির্দেশ, শুধু বাড়তি কাজই নয়, তা শিক্ষদের মর্যাদার পক্ষে অপমানজনক।
রাজ্যের শিক্ষামন্ত্রী কৃষ্ণ নন্দন প্রসাদ ভার্মা অবশ্য এতে আপত্তির কিছু দেখছেন না। তিনি বলেছেন, খোলা জায়গায় শৌচকর্ম না করার ব্যাপারে অন্যদের থেকে শিক্ষকরা লোকজনকে আরও বেশি প্রভাবিত করতে পারবেন।
শিক্ষামন্ত্রী আরও বলেছেন, সারাদিন ধরেই তো আর শিক্ষকদের এই কাজ করতে হচ্ছে না। এজন্য সকাল ও সন্ধেয় কিছুটা সময় বের করলেই হবে। এতে শিক্ষকতার কাজে কোনও প্রভাব পড়বে না।
বিহারে খোলা জায়গায় শৌচকর্মের ছবি তোলার নির্দেশ শিক্ষকদের, বিতর্ক
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
22 Nov 2017 08:29 AM (IST)
দেশ (nation) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -