পটনা: দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতির প্রেক্ষাপটে ২০১৯-এর সাধারণ নির্বাচনে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে চ্যালেঞ্জের মুখে ফেলে দেওয়ার সাধ্য কারও নেই, তিনি ‘অপরাজেয়’ বলে জানালেন বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমার। বিহারে মহাজোট ভেঙে বেরিয়ে বিজেপির হাত ধরে ফের মুখ্যমন্ত্রীর কুর্সিতে বসার পর নীতীশ এই মন্তব্য করেছেন। এরপরই তাঁকে তীব্র কটাক্ষ করেছেন আরজেডি নেতা তথা বিহারের নয়া বিরোধী দলনেতা তেজস্বী যাদব। ট্যুইটারে তাঁর কটাক্ষ, 'প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে আন্তরিক অভিনন্দন। ভক্তের তালিকায় আরও এক নতমস্তক পরম শিষ্যর প্রবেশ'।
নীতীশের বিরুদ্ধে তোপ দেগে তেজস্বী বলেছেন, বিধানসভায় তিনি যে প্রশ্নগুলি জিজ্ঞাসা করেছিলেন, সেগুলির জবাব দেননি নীতীশ। কারণ, তাঁর কাছে প্রশ্নগুলির কোনও জবাবই নেই। নীতীশ পুরানো কাসুন্দিই ঘাঁটছেন বলে মন্তব্য তেজস্বীর।