গয়া: গোয়েন্দা পুলিশেরও সত্যি পুলিশের মত ভুঁড়ি হয়ে যাচ্ছে। আর তারা নড়তে চড়তে চায় না। দুপুরবেলা মাংস ভাত খেয়ে গুছিয়ে ভাত ঘুম দেওয়া চাই। কুকুরের ‘অকর্মণ্যতা’ আর ‘কুঁড়েমি’ নিয়ে বিহার পুলিশের কপালে চিন্তার ভাঁজ পড়েছে।

অ্যাডিশনাল ডিরেক্টর জেনারেল, সিআইডি বিনয় কুমার বলেছেন, বিস্ফোরক খুঁজে পেতে এ ধরনের গোয়েন্দা কুকুর দুর্দান্ত সাহায্য করে। কিন্তু আর্থিক কেলেঙ্কারির ক্ষেত্রে তাদের বিশেষ ব্যবহার করা হয়নি এখনও। ফলে কাজকর্ম কিছু না থাকায় বসে বসে ভালমন্দ খেয়ে খেয়ে মোটা হয়ে যাচ্ছে তারা। আজকাল আর্থিক কেলেঙ্কারির সংখ্যা চোখে পড়ার মত বেড়েছে অথচ এ ধরনের মামলার তদন্তে গোয়েন্দা কুকুরদের তেমন ব্যবহার করা যাচ্ছে না। ফলে তদন্ত সংক্রান্ত সূত্র জোগাড়ের ক্ষেত্রে সমস্যা হচ্ছে।

ডগ স্কোয়াডের ঠিকমত ব্যবহার হলে তদন্তের ক্ষেত্রে পুলিশের সুবিধে হবে বলে মন্তব্য করেন তিনি।