পটনা: বিহারে দ্বাদশ শ্রেণির পরীক্ষায় ‘প্রথম’ হওয়া রুবি রাইকে গ্রেফতার করা হল। তাঁর বিরুদ্ধে জালিয়াতির অভিযোগ আনা হয়েছে।


 

শনিবার রুবিকে ফের পরীক্ষা দেওয়ার জন্য তলব করেছিল বিহার স্কুল এগজামিনেশন বোর্ডের বিশেষজ্ঞ কমিটি। বোর্ডের চেয়ারম্যান আনন্দ কিশোর জানিয়েছেন, রুবি নমুনা প্রশ্নের উত্তর দিতে পারেননি। এরপরেই তাঁর পরীক্ষার ফল বাতিল করে দেওয়া হয়। পরীক্ষায় দুর্নীতির  মামলায় তাঁকে গ্রেফতার করেছে পুলিশ।

 

বিহারে এ বছরের দ্বাদশ শ্রেণির পরীক্ষায় কলা বিভাগে মোট ৫০০ নম্বরের মধ্যে ৪৪৪ পেয়ে প্রথম হন রুবি। কিন্তু এরপরেই তাঁর জালিয়াতি ধরা পড়ে যায়। তিনি সাংবাদিকদের প্রশ্নের জবাবে বলেন, রাষ্ট্রবিজ্ঞান হল রান্না শেখানোর বিষয়। উচ্চ মাধ্যমিকে মোট কত নম্বরের পরীক্ষা হয়, সেটাও বলতে পারেননি রুবি।

 

এই দুর্নীতি প্রকাশ্যে আসার পরেই নড়েচড়ে বসে বিহার স্কুল এগজামিনেশন বোর্ড। প্রথম হওয়া পরীক্ষার্থীদের ফল বাতিল করে দেওয়া হয়। রুবিকে ফের পরীক্ষা দেওয়ার জন্য তলব করা হয়। সেই পরীক্ষায় কোনও প্রশ্নের জবাব দিতে না পেরে আপাতত শ্রীঘরে ‘প্রথম’ হওয়া এই পরীক্ষার্থী।