নয়াদিল্লি: রাজস্থানের একটি জমি সংক্রান্ত মামলায় আর্থিক তছরুপের অভিযোগ ওঠায় রবার্ট ভঢরার সঙ্গে যুক্ত একটি সংস্থাকে ফের নোটিশ দিল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)।


এই নিয়ে দ্বিতীয়বার ওই সংস্থাকে নোটিশ পাঠাল ইডি। এর আগে গতমাসে একবার নোটিশ পাঠানো হয়েছিল। সেখানে বলা হয়েছিল, চুক্তি এবং সংস্থার সঙ্গে তাঁর যোগ সংক্রান্ত যাবতীয় নথি পেশ করতে।

ইডি-র তরফে জানানো হয়েছে, মেসার্স স্কাইলাইট হসপিটালিটিকে দু’সপ্তাহ সময় দেওয়া হয়েছিল যাবতীয় আর্থিক এবং অন্যান্য নথি তদন্তকারী অফিসারের সামনে পেশ করার জন্য। কিন্তু, সংস্থার তরফে কোনও নথি পেশ করা হয়নি বলে দাবি ইডি-র।

এমনকী, সংস্থার কোনও প্রতিনিধি হাজির না হয়ে পাঠানো হয়েছিল আইনজীবীকে। যার জেরে ইডি-র তরফে তা খারিজ করে দেওয়া হয়। এদিন ফের ইডি নোটিশ পাঠিয়ে সব প্রয়োজনীয় নথি সহ সংস্থার প্রতিনিধিদের হাজিরা দেওয়ার নির্দেশ দিয়েছে।

তার আগে এই মামলার তদন্তে বিকানের জেলায় বহু জায়গায় খানা-তল্লাশি চালিয়েছে তদন্তকারী দল। সেখানে তাদের হাতে বেশ কিছু গুরুত্বপূর্ণ নথি হাতে এসেছে বলে জানা গিয়েছে। ইডি সূত্রে খবর, এই মামলায় অদূর ভবিষ্যতে আরও কয়েকজন ব্যক্তি ও সংস্থার বিরুদ্ধে সমন জারি করা হতে পারে।

প্রসঙ্গত, বিকানেরের কাছে কোলায়াতে ২৭৫ বিঘা জমিকে ঘিরে যাবতীয় ঘটনার সূত্রপাত। স্থানীয় তহসিলদারের দায়ের করা অভিযোগের ভিত্তিতে গত বছর এই জমি মামলায় এফআইআর দায়ের করে রাজস্থান পুলিশ। এরপর সেই সূত্র ধরে গত বছর আর্থিক তছরুপের মামলা দায়ের করে ইডি।

এদিকে, এই ঘটনায় নিজেকে নির্দোষ বলে দাবি করেছেন কংগ্রেস সভানেত্রী সনিয়া গাঁধীর জামাতা। রবার্ট ভঢরা জানিয়েছেন, রাজনৈতিক উদ্দেশ্যেই তাঁকে বারবার আক্রমণ করা হচ্ছে।