ইডি সূত্রে জানা গিয়েছে, মেসার্স স্কাইলাইট হসপিটালিটি নামে ওই সংস্থার বিরুদ্ধে বিকানিরের কোলায়াত অঞ্চলে ২৭৫ বিঘা জমি কেনার ক্ষেত্রে আর্থিক নয়ছয়ের অভিযোগ উঠেছে। স্থানীয় তহসিলদারের অভিযোগের ভিত্তিতে গত বছরই এফআইএর দায়ের করে রাজস্থান পুলিশ। সেই অভিযোগের ভিত্তিতেই তদন্ত শুরু করেছে কেন্দ্রীয় সংস্থা। রাজস্থান, দিল্লির বিভিন্ন জায়গায় তল্লাশি চালিয়ে বেশ কিছু গুরুত্বপূর্ণ নথি উদ্ধার করেছে ইডি। এরপরেই স্কাইলাইট সংস্থাকে নির্দিষ্ট আর্থিক বিবৃতি এবং বেশ কিছু নথি জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। তদন্তকারীদের সন্দেহ, জাল নথি দেখিয়ে স্বল্পমূল্যে বিপুল জমি কেনা হয়েছে।
রাজস্থান পুলিশ সূত্রে জানা গিয়েছে, তহসিলদারের অভিযোগে বলা হয়েছে, সরকারি আধিকারিকদের সাহায্যে জাল নথি তৈরি করে জমি মাপিয়ারা বিকানিরের ৩৪টি গ্রামে সেনাবাহিনীর ফায়ারিং রেঞ্জের জন্য চিহ্নিত জমি অবৈধভাবে দখল করে নেয়। জমি কেনার অভিযোগে গত বছরের জানুয়ারি মাসে ৩৭৪.৪৪ হেক্টর জমি হস্তান্তর বাতিল করে দেয়। কোলায়াতের আদালতে ১৮টি মামলায় চার্জশিট দিয়েছে পুলিশ।
বঢরা অবশ্য এই অভিযোগ অস্বীকার করেছেন। তাঁর দাবি, তিনি কোনও অন্যায় করেননি। কংগ্রেসের পক্ষ থেকে রাজনৈতিক প্রতিহিংসার অভিযোগ করা হয়েছে।
এবিপি নিউজ বঢরার বিরুদ্ধে এই অভিযোগের বিষয়ে খোঁজ-খবর নিয়েছে। আসল ঘটনা জানার চেষ্টা করেছে। দেখুন সেই ভিডিও