ভুগছে ক্যানসারে, খেতে বাধ্য করা হয়েছিল গর্ভপাতের ওষুধ, রাজস্থানের গণধর্ষণকাণ্ডে নয়া মোড়
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 26 Mar 2017 01:10 PM (IST)
বিকানের: বিকানের ধর্ষণ কাণ্ডে সংশ্লিষ্ট ছাত্রীটির ক্যানসার ধরা পড়েছে। গোপনাঙ্গে বারবার আঘাতের ফলে তৈরি ক্ষত থেকে ক্যানসার হয়েছে বলে মনে করা হচ্ছে। অপরাধীরা তাকে গর্ভপাতের ওষুধ খেতে বাধ্য করত বলে জানা গিয়েছে। ১২ বছরের ওই ছাত্রী এখন বিকানেরের মেডিক্যাল হাসপাতালের ক্যানসার বিভাগে ভর্তি। মেয়েটির বাবা অভিযোগ করেন, তাঁর মেয়ে যে বেসরকারি স্কুলে পড়ে, সেখানকার ৮ শিক্ষক ১ বছর ধরে তাকে ধর্ষণ করেছে। ওই ঘটনার ভিডিও-ও বানিয়েছে তারা। ঘটনাটি ঘটে ২০১৫-র এপ্রিলে কিন্তু অভিযোগ দায়ের হয়েছে গত শুক্রবার। এরপরেই পুলিশ অভিযুক্তদের ধরার জন্য তল্লাশি শুরু করেছে। ছাত্রীর বাবা অভিযোগ করেছেন, ওই শিক্ষকরা ১ বছর ধরে তাঁর মেয়ের ওপর যৌন নির্যাতন চালাচ্ছে। তারা মেয়েটিকে হুমকি দেয়, এ ব্যাপারে মুখ খুললে তাকে কঠোর শাস্তি পেতে হবে। রাজস্থানের স্বরাষ্ট্রমন্ত্রী গুলাবচাঁদ কাটারিয়া এই ঘটনা বিরাট অপরাধ বলে বর্ণনা করেছেন। জানিয়েছেন, কোনওভাবেই একে হালকা করে দেখা হবে না। একটি মামলার জবাবী মামলায় এই অপরাধের উদঘাটন হয় কিন্তু অভিযোগ অত্যন্ত গুরুতর, অপরাধীদের কোনওভাবেই ছাড়া হবে না বলে তিনি মন্তব্য করেছেন।