গুজরাতের বন দফতর এই ভিডিও প্রকাশ করেছে। সম্ভবত গির অরণ্যের আমরেলির ঘটনা। অভিযুক্ত ৪ জনের মধ্যে ৩ জনকে গ্রেফতার করেছে পুলিশ। বন দফতর চতুর্থ ব্যক্তিকে ধরার চেষ্টা করছে, একইসঙ্গে জানতে চাইছে ভিডিওটি তুলল কে।
দেখুন ভিডিও
১ বাইক আরোহীকে গ্রেফতার করা হয়েছে গতকাল রাজকোটের কাছ থেকে। কালই রাজকোট ও আমরেলি থেকে গ্রেফতার হয়েছে আরও ২ জন।
পশ্চিম গুজরাতের গির অভয়ারণ্য এশিয়াটিক সিংহের একমাত্র স্বাভাবিক আবাসভূমি। আফ্রিকার সিংহের থেকে এদের চেহারা ও চরিত্র দুটোই আলাদা। এক সময় এশিয়ার সিংহভাগ জায়গায় ঘুরত এরা, জায়গা কমে কমে এখন গির অরণ্যে এসে দাঁড়িয়েছে। ১,৪০০ বর্গ কিলোমিটারের এই অভয়ারণ্যে ৪০০-র মত সিংহের বাস। কিন্তু বনের মধ্য দিয়ে রাস্তা, গ্রামের সীমানা বেড়ে যাওয়া ও বেআইনি খননের জেরে সিংহরা অনেক সময়েই পথ ভুলে ঢুকে পড়ছে লোকালয়ের মধ্যে।