মুম্বই: বিলকিস বানো গণধর্ষণ মামলায় ১২ জনের দোষী সাব্যস্ত হওয়া ও যাবজ্জীবন কারাবাসের রায় বহাল রাখল বম্বে হাইকোর্ট। বিচারপতি ভি কে তাহিলরামানি ও বিচারপতি মৃদুলা ভাটকরের ডিভিশন বেঞ্চ বলেছে, ১১ জন (এক দোষী মারা গিয়েছে) দোষী ঘোষণার রায়ের বিরুদ্ধে যে আবেদন করেছিল, তা খারিজ করে আগের রায় বহাল রাখা হল। পাশাপাশি সাতজনের মামলা থেকে রেহাই পেয়ে যাওয়ার রায়ও খারিজ করে দিয়েছে আদালত।
গুজরাতে গোধরা পরবর্তী হিংসার সময় ২০০২ এর ৩ মার্চ আমদাবাদের রানধিকাপুর গ্রামে উন্মত্ত জনতা হামলা চালায় বিলকিসের পরিবারের ওপর। ৫ মাসের গর্ভবতী বিলকিসকে ধর্ষণ করা হয়। প্রাণ হারান তাঁর পরিবারের সাতজন। পরিবারের বাকি ৬ জন কোনওক্রমে পালিয়ে যান। আমদাবাদে মামলার বিচার শুরু হয়। কিন্তু বিলকিসের আশঙ্কা ছিল, সাক্ষীদের ভয় দেখানো হতে পারে, সিবিআইয়ের সংগৃহীত নথিপত্র নষ্ট করে ফেলা হতে পারে। সেজন্য ২০০৪-এ মুম্বইয়ে মামলা স্থানান্তরিত করে সুপ্রিম কোর্ট।