নয়াদিল্লি: ২৩ মে নির্বাচনী ফল প্রকাশের পরদিনই মুক্তি পাবে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জীবনীর ওপর নির্মিত ছবি ‘পিএম নরেন্দ্র মোদি’। শুক্রবার ছবির প্রযোজক জানিয়ে দিলেন, ভোট মিটলেই তাঁরা ছবিটি রিলিজ করবেন। ২৪ মে ‘পিএম নরেন্দ্র মোদি’ সারা ভারতে মুক্তি পাবে, জানিয়েছেন ছবি নির্মাতা সন্দীপ সিংহ।


প্রেস বিবৃতিতে তিনি জানিয়েছেন, “একজন দায়িত্ববান নাগরিক হিসেবে দেশের আইনের প্রতি আমি শ্রদ্ধাশীল। দীর্ঘ আলোচনা এবং দর্শকদের উৎসাহের কথা মাথায় রেখে আমরা ঠিক করেছি সপ্তদশ লোকসভা নির্বাচন মিটলেই ছবি রিলিজ করা হবে। আমরা ২৪ মে ছবি রিলিজ করব।” একই সঙ্গে তিনি বলেন, “এই প্রথম কোনও ছবির কেবল মাত্র ৪ দিন প্রচার হল। আশা করি এবার আর কারও কোনও সমস্যা হবে না এবং ছবিটি নির্বিঘ্নেই আত্মপ্রকাশ করবে।”


বিবেক ওবেরয় অভিনীত এই ছবি এপ্রিলের ১১ তারিখ মুক্তি পাওয়ার কথা ছিল। তবে নির্বাচন কমিশনের নিষেধাজ্ঞায় এই ছবি প্রেক্ষাগৃহে চলেনি। সংশ্লিষ্ট মহল জানিয়েছিল, ভোট চলাকালীন এমন কোনও ছবি বৈদ্যুতিন মাধ্যমে সম্প্রচার করা যাবে না, যা কোনও একটি দলের রাজনৈতিক স্বার্থ চরিতার্থ করবে। ছবি মুক্তির ঠিক ২৪ ঘণ্টা আগে নির্বাচন কমিশনের এই নিষেধাজ্ঞার কারণেই ছবি রিলিজ করতে পারেননি সন্দীপ সিংহরা। শুক্রবার তিনি জানালেন, এই ছবি চলতি মাসের ২৪ তারিখ রিলিজ করবে।


ছবিতে নরেন্দ্র মোদির চরিত্রে অভিনয় করেছেন বিবেক। তিনি ছাড়া এতে রয়েছেন বোমান ইরানি, মনোজ জোশী, প্রশান্ত নারায়ণন, বরখা সেনগুপ্ত, দর্শন কুমারের মতো কলাকুশলীরা।