নয়াদিল্লি: ভারতীয় সেনাপ্রধান হিসেবে দায়িত্বভার গ্রহণ করলেন লেফটেন্যান্ট জেনারেল বিপিন রাওয়াত। তিনি দলবীর সিংহ সুহাগের স্থলাভিষিক্ত হলেন। ভারতীয় সেনাবাহিনীর ২৬-তম প্রধান হলেন রাওয়াত।

স্থলসেনার মতোই আজ ভারতীয় বায়ুসেনারও নয়া প্রধান দায়িত্ব গ্রহণ করলেন। অরূপ রাহার স্থলাভিষিক্ত হলেন এয়ার মার্শাল বীরেন্দ্র সিংহ ধানোয়া।

আজ সকালে নয়াদিল্লির ইন্ডিয়া গেটে অমর জ্যোতি জওয়ানে শ্রদ্ধা জানান সুহাগ ও অরূপ। এরপর তাঁদের গার্ড অফ অনার দেওয়া হয়। বিদায়ী সেনাপ্রধান বলেন, ‘দেশের জন্য শহিদ হওয়া জওয়ানদের শ্রদ্ধা জানাচ্ছি। ভারতীয় সেনাবাহিনী দেশের মধ্যে ও বাইরের চ্যালেঞ্জ নেওয়ার জন্য পুরোপুরি তৈরি। আমি মনে করি, কথা বলার থেকে কাজে করে দেখানোই ভাল। ভারতীয় সেনাবাহিনীর সব অভিযানে স্বাধীনতা দেওয়া এবং সাহায্য করার জন্য সরকার ও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে ধন্যবাদ। এক পদ, এক পেনশনের দাবি পূরণ করার জন্যও সরকারকে ধন্যবাদ।’