আগরতলা: ত্রিপুরায় মুখ্যমন্ত্রী হচ্ছেন বিজেপির বিপ্লব দেব। উপমুখ্যমন্ত্রী হবেন জিষ্ণু কুমার দেববর্মা।


মঙ্গলবার, আগরতলায় বিজেপি পরিষদীয় দলের বৈঠক বসে। বৈঠকে সদ্যজয়ী ৩৫ জন বিজেপি বিধায়ক ছাড়াও পর্যবেক্ষক হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় মন্ত্রী নিতিন গডকড়ি। উপস্থিত ছিলেন কেন্দ্রীয় মন্ত্রী জুয়াল ওরাম। সেখানেই পরিষদীয় দলনেতা নির্বাচিত করা হয় দলের রাজ্য সভাপতি বিপ্লবকে।


পাশাপাশি, উপ-মুখ্যমন্ত্রী নির্বাচিত করা হয় উপজাতি নেতা তথা ত্রিপুরা রাজপরিবারের সদস্য জিষ্ণু কুমার দেববর্মাকে। তিনি এখনও  বিধানসভায় নির্বাচিত হননি। কারণ তাঁর বিরুদ্ধে যে বামপ্রার্থী দাঁড়িয়েছিলেন নির্বাচনের আগেই তাঁর মৃত্যু হয়। আগামী ১২ তারিখ তিনি নির্বাচনে জিতে এলেই তাঁকে উপমুখ্যমন্ত্রী করা হবে। তবে তাঁর নাম আজই ঘোষণা করে দেওয়া হয়েছে।


এদিকে, দলনেতা নির্বাচিত হওয়ার পরই শরিক আইপিএফটি-র সঙ্গে পরবর্তী সরকার গঠন নিয়ে একপ্রস্থ বৈঠক সারেন বিপ্লব। এরপর সেখান থেকে বিপ্লবের নেতৃত্ব বিজেপির একটি প্রতিনিধিদল রাজ্যপাল তথাগত রায়ের সঙ্গে দেখা করে। সেখানে তারা সরকার গড়ার দাবি পেশ করে।


জানা গিয়েছে, আগামী ৯ তারিখ আসম রাইফেলসের ময়দানে মুখ্যমন্ত্রী হিসেবে শপথগ্রহণ নেবেন ৪৮ বছরের বিপ্লব দেব। তিনি জানান, সেই অনুষ্ঠানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং বিজেপি সর্বভারতীয় সভাপতি অমিত শাহ সহ একাধিক হেভিওয়েট নেতা উপস্থিত থাকবেন।


সঙ্গত উল্লেখ্য, গত শনিবার ত্রিপুরা বিধানসভা নির্বাচনের ফলাফল বের হয়। প্রথমবার, রাজ্যে ক্ষমতা দখল করল গেরুয়া শিবির। ২৫ বছরের বাম শাসন হঠিয়ে সেখানে আসল বিজেপি-আইপিএফটি জোট।৬০ আসনের বিধানসভায় বিজেপি পেয়েছে ৩৫টি আসন। তাদের জোটসঙ্গী আইপিএফটি ৮টি আসন পেয়েছে।