আমদাবাদ: গত কয়েকদিনের অবিশ্রান্ত বর্ষণে বানভাসি গুজরাতের রাজকোট জেলার নানা মাত্রা গ্রামের জমজ সদ্যোজাত সহ এক মহিলাকে উদ্ধার করল ভারতীয় বায়ুসেনা। উদ্ধার করা হয়েছে ভিনচিয়া তহশিলের ওই গ্রামেরই আরও এক অন্তঃসত্ত্বাকে।
বন্যার কারণে গ্রামটি জেলার অন্যান্য অংশ থেকে বিচ্ছিন্ন হয়ে পড়েছিল। এরইমধ্যে বায়ুসেনার উদ্ধারকারী দলের কাছে বিকেল সাড়ে চারটে নাগাদ খবর আসে যে, নানা মাত্রা গ্রামের দুই মহিলার অবস্থা খুবই গুরুতর। তাঁরা আসন্নপ্রসবা। খবর পেয়েই তাঁদের উদ্ধারের জন্য চেতক কপ্টার পাঠানো হয়। প্রতিরক্ষা মুখপাত্র অভিষেক মতিমান এ কথা জানিয়েছেন।
কপ্টার যখন আকাশে উড়ছিল, তখন খবর আসে এক মহিলা ইতিমধ্যেই যমজ সন্তানের জন্ম দিয়েছেন। তাঁকে অবিলম্বে উদ্ধার করা প্রয়োজন। বিকেল সোয়া পাঁচটা নাগাদ একটা নিরাপদ শুকনো ভূখণ্ড দেখতে পেয়ে অবতরণ করে কপ্টারটি। যমজ সন্তান সহ মহিলাকে উদ্ধার করে জাসডন হেলিপ্যাডে নিয়ে এসে সেখানে অপেক্ষায় থাকা মেডিক্যাল দলের হাতে তুলে দেওয়া হয়।
এরপর ফের নানা মাত্রা গ্রামে ফিরে গিয়ে আরও এক অন্তঃস্বত্ত্বাকে উদ্ধার করে বিমানটি। ওই মহিলার প্রচুর পরিমাণ রক্তপাত হচ্ছিল। তাঁকেও উদ্ধার করে এনে মেডিক্যাল দলের হাতে তুলে দেওয়া হয়।
গুজরাতে অন্তঃসত্ত্বা ও সদ্যোজাত যমজ সন্তান সহ মহিলাকে উদ্ধার করল বায়ুসেনা
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
24 Jul 2017 12:41 PM (IST)
দেশ (nation) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -