বেঙ্গালুরু: ৯ বছরের জন্মদিন। বন্ধুবান্ধবরা এসে পড়েছে, চলছে হইহই। এর মধ্যে কোল্ড ড্রিঙ্ক ভেবে ভুল করে সালফিউরিক অ্যাসিডে চুমুক দিল বার্থডে বয় ও তার এক বন্ধু। ঘটল মৃত্যুও।

বেঙ্গালুরুর এই দুর্ভাগা ছেলেটির নাম সাহিল শঙ্কর। পড়ত তৃতীয় শ্রেণিতে। বাড়ি কেম্পে গৌড়া রোডের কিলারি রোড এলাকায়। ছেলের বন্ধুবান্ধব, প্রতিবেশীদের ডেকে বার্থডে পার্টি দিয়েছিলেন সাহিলের বাবা। কেক কাটার পর অতিথিরা নৈশভোজ সারতে যান। আরিয়ান নামে এক বন্ধুকে নিয়ে সাহিল তখন যায় অন্য একটি ঘরে। পেশায় স্বর্ণকার তার বাবা সেখানে সোনার কাজের জন্যই একটি কাচের বোতলে সালফিউরিক অ্যাসিড রেখেছিলেন।

সাহিলের বাবা শঙ্কর তখন বাড়ি ছিলেন না। মা সুনীতা ব্যস্ত ছিলেন অতিথিদের দেখাশোনায়। সে সময় ঠান্ডা পানীয় ভেবে তারা ওই অ্যাসিড খেয়ে ফেলে। সঙ্গে সঙ্গে পড়ে যায়। অতিথিরা ছুটে এসে স্থানীয় একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যান দুজনকে, সেখান থেকে অন্য হাসপাতালে। চিকিৎসকরা তাদের মৃত বলে ঘোষণা করেন।