যোধপুর: চিঙ্কারা শিকার মামলায় সলমন খানকে আদালত রেহাই দিলেও মানতে নারাজ বিশনই সম্প্রদায়। আজ সকালে এখানকার ‘রাবন কা চবুতরা’ ময়দানে জমায়েত হয় বিশনই সম্প্রদায়ভুক্ত রাজনৈতিক ও সামাজিক নেতা সহ বহু মানুষের। সেখান থেকে দাবি ওঠে, রূপোলি পর্দার নায়ককে যেন ছেড়ে দেওয়া না হয়। সলমনকে চিঙ্কারা মামলা থেকে অব্যাহতি দিয়ে হাইকোর্টের রায়ের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে স্পেশাল লিভ পিটিশন (এসএলপি) দাখিল করতে হবে রাজস্থান সরকারকে।
অখিল ভারতীয় বিশনই মহাসভা সংগঠনের ব্যানারে হওয়া সভায় তাঁরা বলেন, সলমন যদি চিঙ্কারা হত্যা না-ই করে থাকেন, তবে করল কে!
সম্প্রদায়ের নেতারা জেলা প্রশাসনকে জমা দেওয়া, রাষ্ট্রপতির উদ্দেশ্যে পাঠানো স্মারকলিপিতে দাবি করেছেন, রাজ্য সরকারকে সলমনকে চিঙ্কারা শিকারের দুটি মামলায় রেহাই দিয়ে হাইকোর্টের রায়ের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে এসএলপি জমা দিতে নির্দেশ দেওয়া হোক। রাজ্য সরকারের ‘শুভ বুদ্ধি’ জাগ্রত হবে, তারা সুপ্রিম কোর্টে যাবে, সলমনকে হাইকোর্টের রায়ের জোরে আইনের হাত থেকে বেরিয়ে যেতে দেবে না, এমন আশাও জানিয়েছে বিশনই গোষ্ঠী।
মহাসভার মুখপাত্র কিশন বিশনই বলেছেন, এর পাশাপাশি আমরা রাষ্ট্রপতিকে আবেদন করেছি, দিনদিন যেভাবে অবৈধ চোরাশিকার বাড়ছে, সে কথা মাথায় রেখে একটি নতুন নীতি তৈরি করা হোক, যাতে এর মোকাবিলায় কঠোর সাজার বিধি থাকবে।
.
সলমনকে কেন চিঙ্কারা মামলায় রেহাই? সুপ্রিম কোর্টে যাক রাজস্থান সরকার, দাবি বিশনইদের
Web Desk, ABP Ananda
Updated at:
12 Aug 2016 01:38 PM (IST)
দেশ (nation) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -