মুম্বই: মুম্বইয়ে বৃষ্টি দীর্ঘ গরম থেকে মানুষকে মুক্তি দিলেও, বর্ষার সঙ্গে সঙ্গে ট্র্যাফিক বিপর্যয়, রাস্তায় জমা জল এবং বিপর্যস্ত বিদ্যুত্ পরিষেবা মানুষের ভোগান্তি দ্বিগুণ করেছে।


বাণিজ্যনগরী মুম্বইয়ের লাইফলাইন বলে পরিচিত লোকাল ট্রেন পরিষেবাও এই বৃষ্টিতে বিপর্যস্ত। পশ্চিম রেলওয়ের মুম্বই শহরতলির মহিম ইলেক্ট্রিক সাব স্টেশনে ট্রেন পরিষেবা সম্পূর্ণ থমকে গিয়েছিল, কারণ, ব্যাটারি বক্স চুরি হয়ে গিয়েছিল।

এদিকে রাস্তায় ওলা এবং উবের পরিষেবার বিরোধিতা করে, ট্যাক্সি এবং অটো রিক্সাগুলো ধর্মঘট ডেকেছে। এরফলে প্রায় লক্ষাধিক লোক মারাত্মক সমস্যায় পড়ছেন।

মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফডনবীশ এক বিবৃতি জারি করে জানিয়েছেন, পরিস্থিতি সামাল দিতে তাঁর সরকার সবরকম ভাবেই প্রস্তুত।