নয়াদিল্লি: শিশুপুত্রের কান্না থামাতে তার মুখ ‘ফেভিকুইক’ দিয়ে আটকে দেওয়ার অভিযোগ উঠল মায়ের বিরুদ্ধে! অবিশ্বাস্য এই ঘটনাটি ঘটল বিহারে। শিশুর বাবা কাজ থেকে বাড়ি ফিরে প্রথমে ছেলের কোনও আওয়াজ পান নি। পরে সন্দেহ হওয়ায় দেখেন, ছেলের মুখ দিয়ে ফ্যানা বেরোচ্ছে। যখন তিনি ছেলের এই অবস্থা নিয়ে স্ত্রীকে প্রশ্ন করেন, মহিলা জানান, শিশুটি সারাক্ষণ কেঁদেই চলেছিল। তাই কান্না থামাতে তিনি আঠা দিয়ে ঠোঁট সেঁটে দেন। পরে, শিশুটিকে হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসার মাধ্যমে তাকে সুস্থ করে তোলা হয়।
কান্না থামাতে শিশুর ঠোঁট ‘ফেভিকুইক’ দিয়ে সিল করলেন মা!
Web Desk, ABP Ananda | 24 Mar 2019 06:18 PM (IST)