নয়াদিল্লি: লোকজন বিয়ে করছেন, ট্রেনও ভর্তি থাকে, কাজেই অর্থনীতির হাল ভালোই। এক কেন্দ্রীয় মন্ত্রীর এই মন্তব্য নিয়ে বিজেপিকে নিশানা করল কংগ্রেস। তাদের অভিযোগ, বাস্তব পরিস্থিতি থেকে নজর ঘোরাতেই পরিকল্পিতভাবে এ ধরনের মন্তব্য করা হচ্ছে।
উল্লেখ্য, গতকাল শুক্রবার কেন্দ্রীয় মন্ত্রী সুরেশ অঙ্গদি অর্থনীতির হাল নিয়ে বিরোধীদের সমালোচনা উড়িয়ে বলেছিলেন, ‘বিমানবন্দর ও ট্রেনগুলিতে ভিড় উপচে পড়ছে, লোকজন বিয়েও করছেন’। এটাই ইঙ্গিত দেয় দেশের অর্থনীতি ‘বেশ ভালোই রয়েছে’।
রেল প্রতিমন্ত্রী বলেন, প্রতি তিন বছরে আর্থিক ক্ষেত্রে চাহিদার হার কমে। এটা একটা চক্রের মতো এবং এরপর অর্থনীতি উর্দ্ধমুখীও হয়। তিনি বলেন, কিছু লোক প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ভাবমূর্তি কালিমালিপ্ত করতে চাইছেন।
মন্ত্রীর এই মন্তব্যের সমালোচনা করে কংগ্রেস মুখপাত্র রণদীপ সুরজেওয়ালা একাধিক ট্যুইটের মাধ্যমে বলেছেন, বাস্তব এবং বর্তমান পরিস্থিতি থেকে নজর ঘোরাতেই এ ধরনের অদ্ভূত মন্তব্য করা হচ্ছে বলে মনে হচ্ছে।
‘লোকজন বিয়ে করছেন’, অর্থনীতির হাল নিয়ে কেন্দ্রীয় মন্ত্রীর মন্তব্য নিয়ে কংগ্রেস বলল, বাস্তব থেকে নজর ঘোরাতেই এ ধরনের অদ্ভূত বক্তব্য
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
16 Nov 2019 02:56 PM (IST)
লোকজন বিয়ে করছেন, ট্রেনেও ভিড় থাকে, কাজেই অর্থনীতির হাল ভালোই। এক কেন্দ্রীয় মন্ত্রীর এই মন্তব্য নিয়ে বিজেপিকে নিশানা করল কংগ্রেস। তাদের অভিযোগ, বাস্তব পরিস্থিতি থেকে নজর ঘোরাতেই পরিকল্পিতভাবে এ ধরনের মন্তব্য করা হচ্ছে।
দেশ (nation) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -