ভূবনেশ্বর: উপরাষ্ট্রপতি নির্বাচনে বিরোধীদের প্রার্থী গোপালকৃষ্ণ গাঁধীকে সমর্থনের সিদ্ধান্ত ওড়িশার শাসক দল বিজেডির। ওড়িশার মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়েক এই ঘোষণা করেছেন।
রাষ্ট্রপতি নির্বাচনে বিজেডি এনডিএ-র প্রার্থী রামনাথ কোবিন্দকে সমর্থন করেছিল। কিন্তু উপরাষ্ট্রপতি নির্বাচনে বিজেডি গোপালকৃষ্ণ গাঁধীকে সমর্থন করবে বলে জানালেন দলের সভাপতি পট্টনায়েক।
দলের এই সিদ্ধান্তের যৌক্তিকতা ব্যাখ্যা করতে গিয়ে বিজেডি-র সংসদীয় দলের মুখপাত্র কৈলাশ সিংহদেও বলেছেন, পট্টানায়েক প্রমাণ করে দিলেন যে, বিজেডি কংগ্রেস ও বিজেপির থেকে সমদূরত্ব বজায় রেখে চলছে।
২০১২-তে ওড়িশার মুখ্যমন্ত্রী গোপালকৃষ্ণ গাঁধীকে তাঁর ‘পুরানো ও বড়’ বন্ধু আখ্যা দিয়ে বলেছিলেন, রাজনীতিতে আসার আগে থেকেই তাঁর গোপালকৃষ্ণ গাঁধীর সঙ্গে বন্ধুত্ব গড়ে উঠেছিল।
উপরাষ্ট্রপতি নির্বাচনে বিরোধী প্রার্থী গোপালকৃষ্ণকে সমর্থন বিজেডি-র
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
18 Jul 2017 06:35 PM (IST)
দেশ (nation) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -