কলকাতা: মোদী ম্যাজিকে ভর করে কি ক্ষমতা ধরে রাখতে পারবে প্রকাশ সিংহ বাদলের অকালি দল? না কি বাজিমাত করবে ক্যাপ্টেন অমরিন্দর সিংহ ও সিধুর কংগ্রেস? প্রথমবার ভোটে লড়ে দিল্লির মতোই পঞ্জাব দখল করে কি চমক দিতে পারে অরবিন্দ কেজরীবালের আম আদমি পার্টি?
এরকমই নানা প্রশ্ন ঘুরপাক খাচ্ছে পঞ্জাবের আকাশে-বাতাসে।
বর্তমানে পঞ্জাবে ক্ষমতায় রয়েছে অকালি-বিজেপি জোট। বিভিন্ন চ্যানেলের এগজিট পোলে যেখানে উত্তরপ্রদেশে প্রতিপক্ষকে পেছনে ফেলে অনেকটাই এগিয়ে বিজেপি, সেখানে পঞ্জাবে ধাক্কা খেতে পারে মোদীর জোট। এমনটাই ইঙ্গিত।


এবিপি আনন্দ-লোকনীতি CSDS-এর এক্সিট পোল অনুযায়ী, পঞ্জাবে ক্ষমতায় আসতে পারে কংগ্রেস। তারা পেতে পারে ৪৬ থেকে ৫৬টি আসন। প্রথমবার ভোটে লড়ে পঞ্জাবে চমকপ্রদ ফল করতে পারে কেজরীবালের দল। তারা পেতে পারে ৩৬ থেকে ৪৬টি আসন। ক্ষমতা হারিয়ে বিজেপি অকালি জোট পেতে পারে ১৯ থেকে ২৭টি আসন। অন্যানের ঝুলিতে শূন্য থেকে চারটি আসন যেতে পারে।
ইন্ডিয়া টুডে অ্যাক্সিস-এর সমীক্ষা অনুযায়ী পঞ্জাবে ক্ষমতায় আসতে পারে কংগ্রেস। তারা পেতে পারে ৬২টি থেকে ৭১টি আসন। প্রথমবার ভোটে লড়ে পঞ্জাবে দ্বিতীয় স্থান দখল করতে পারে আপ। তারা পেতে পারে ৪২ থেকে ৫১টি আসন। ক্ষমতা হারিয়ে তৃতীয় স্থানে চলে যেতে পারে বিজেপি-অকালি জোট। তারা পেতে পারে ৪ থেকে সাতটি আসন।

ইন্ডিয়া নিউজ-এমআরসির সমীক্ষা অনুযায়ী পঞ্জাবের ক্ষমতা দখলে জোর টক্কর হতে পারে কংগ্রেস ও আম আদমি পার্টির মধ্যে। কংগ্রেসও পেতে পারে ৫৫টি আসন। আবার আপ-ও পেতে পারে ৫৫টি আসন।
এক্ষেত্রেও বিজেপি-অকালি জোট তৃতীয় স্থানে থেকে মাত্র সাতটি আসন পেতে পারে।

নিউজ ২৪ ও টু’ডেজ চাণক্যের সমীক্ষাও বলছে পঞ্জাব দখলে কংগ্রেসের সঙ্গে আম আদমি পার্টির জোর লড়াইয়েরই সম্ভাবনা। কংগ্রেস পেতে পারে ৫৪টি আসন। আম আদমি পার্টিও একই সংখ্যক আসন পেতে পারে। অকালি-বিজেপি পেতে পারে ৯টি আসন।

ইন্ডিয়া টিভি-সি ভোটারের সমীক্ষা অনুযায়ী পঞ্জাবে প্রথমবার ভোটে লড়েই ক্ষমতায় আসতে পারে কেজরিওয়ালের দল। তারা পেতে পারে ৫৯ থেকে ৬৭টি আসন। কংগ্রেস পেতে পারে ৪১ থেকে ৪৯টি আসন। ক্ষমতা হারিয়ে বিজেপি-অকালির ঝুলিতে যেতে পারে ৫ থেকে ১৩টি আসন। অন্যান্যরা পেতে পারে ৩টি আসন।